সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খালের প্রস্থের তুলনায় সেতুটি অনেক ছোট করে নির্মাণ করা হয়েছে। তার ওপর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি রাস্তা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে খালের মাঝখানে পড়ে আছে। বাধ্য হয়ে স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে সেতুতে ওঠার ব্যবস্থা করেছে। এখন সেতুটি শুধু পায়ে হাঁটার কাজে ব্যবহার হয়। অন্য কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। বলা হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামে খালের ওপর নির্মিত সেতুর কথা।
সেতু নির্মাণের দুই বছর পার হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি সড়ক থেকে বিচ্ছিন্ন। বাধ্য হয়ে তিন গ্রামের মানুষ সেতুতে ওঠানামায় ব্যবহার করছে বাঁশের সাঁকো। এতে সেতুর কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী।
প্রকল্পের ম্যানেজার, ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিণ মহিলা সদস্য শাহিনা আক্তার জানান, সেতুর কাজটি তিনিই করেছেন। বিলের সরকারি খাস জমি থেকে মাটি এনে সংযোগ সড়কের মাটি ভরাট করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ শুরু করা হয়। ২০২১-২২ অর্থবছরে নির্মাণকাজ সম্পন্নের পর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল বাহার। তবে ওই বরাদ্দে সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের মাটির খরচ ধরা হলেও মাটি ফেলা হয়নি।
এইউ