সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কাজলা নদী। যার পূর্ব পাশে রয়েছে ইউনিয়নের ১৫ গ্রাম আর পশ্চিমে ৩টি গ্রাম। সেতু না থাকায় মুলিয়া, কলোড়া ও শেখহাটি ইউনিয়নের সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারও কর্মজীবী মানুষকে প্রতিদিন পানতিতা ঘাট দিয়ে নৌকা দিয়ে নদী পার হতে হয়।
ঘাটে নৌকা থাকলেও বেশিরভাগ সময় থাকে না মাঝি যার কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ। কিন্ত ব্যবস্থা একটা আছে রশি টেনে নৌকা দিয়ে পার হতে হবে নদী। বহুদিন ধরে চলে আসছে এই রশিটানা সিস্টেম। এমতাবস্থায় সরকারের কাছে সেতুর দাবি এলাকাবাসীর।
মুলিয়া থেকে জেলা শহর মাত্র ৫ কিলোমিটার দূরে। কাজলা নদীতে সেতু না থাকায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয় জেলা শহরে। দুর্ভোগ পোহাতে হয় নদীর ঘাটে। বিশেষ করে নারী-শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। কখন নদী পার করে দেওয়ার জন্য পুরুষ মানুষ আসবে, সেই আশায় বসে থাকতে হয়। অনেক সময় বাধ্য হয়ে নিজেদের নৌকার রশি টেনে নদী পার হতে হয়। তাতে করে দুর্ঘটনার শিকারও হন অনেকে।
এর আগে সেতু নিয়ে স্টাডি করা হলেও এবার সেতু নির্মাণের আশ্বাস দিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এদিকে চরম এই দুর্ভোগে বিরক্ত এলাকাবাসী বলছেন, এমপি আসে এমপি যায় কিন্ত সেতু আর হয় না, সবাই শুধু আশ্বাস দিয়ে যায়।
এইউ