সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স (সাবেক টুইটার) মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’-এর সঙ্গে পাল্লা দিতে ‘গ্রক’ নামের নিজস্ব চ্যাটবটের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে। এক্স ব্যবহারকারীরা এটি ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন। এবার ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন গুগলের জনপ্রিয় ই-মেইল সুবিধা জিমেইলের বিকল্প তৈরি করার।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্সমেইল’ নামের ই–মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এর ফলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই–মেইল সুবিধা ব্যবহার করতে হবে না। তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এক্সমেইল তৈরির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া হলেও সম্প্রতি এক্সে একজন প্রকৌশলী প্রশ্ন করেন, ‘কখন আমরা এক্সমেইল তৈরি করছি’। সেই প্রশ্নের উত্তরে ইলন মাস্ক জানান, ‘এটি আসছে’।
উল্লেখ্য, ইলন মাস্ক বিভিন্ন অ্যাপের সব সুবিধা যুক্ত করতে চান এক্সে। এজন্য তিনি নিয়মিত নতুন সুবিধা চালু করছেন। এরই ধারাবাহিকতায় চ্যাটজিপিটির পর জিমেইলের বিকল্প হিসেবে এক্সমেইল যুক্ত হতে যাচ্ছে এক্সে।
বর্তমানে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮০ কোটি। ফলে চাইলেই জিমেইলের বিকল্প হিসেবে এক্সমেইল নিজের জায়গা দখল করতে পারবে না। তবে এটি তৈরির ঘোষণার পর খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সজুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এক্সের ট্রেন্ডিং টপিকেও নাম উঠে এসেছে এক্সমেইলের।
এস