সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামীকাল বাজরিগার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ১১তম বাজেরিগার এক্সিবিশন বাংলাদেশ অনুষ্টিত হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকার কলেজ গেটের মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ার ১’র চিল্ড্রেন্স পার্ক প্রাঙ্গণে এ অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাজরিগার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সুলতান বাবু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। গত ১৫ বছর ধরে বাজরিগার সোসাইটি অব বাংলাদেশ নিয়মিত এই প্রদর্শনীর আয়োজন করে আসছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ খাচার পাখি পালনের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা এবং বন্য পাখি পালনের মতো দণ্ডনীয় অপরাধ থেকে বিরত রাখা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাখি পালন শিশু কিশোরদের ইলেকট্রনিক্স ডিভাইস নির্ভরতা কমিয়ে তাদের জন্য স্বাস্থ্যকর বিনোদনের মাধ্যম হয়ে উঠছে। কিশোরদের মাদকদ্রব্য থেকে দূরে থাকার সুযোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি গৃহিণী ও প্রবীণদের জন্য চিত্তবিনোদনের সুযোগ তৈরি করছে। পাখি পালনের এই সুন্দর অভ্যাস সমাজের সকল স্তরে ইতিবাচক প্রভাব ফেলছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে।
বিজ্ঞপ্তিতে বাজরিগার সোসাইটি অব বাংলাদেশ সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানটি সারাদিন চলবে বলেও এতে উল্লেখ করা হয়।
আরএ