সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ ভুয়া সংসদ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, সেই সংসদে ভুয়া এমপিরা বক্তৃতা দেয়। আমরা এ সরকারকে বলতে চাই- জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার (১৮ আগস্ট) গুলশান-১ নম্বরে ডিসিসি মার্কেটের পাশে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গণমিছিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, আমরা গুলশান-১ নম্বরে সরকারকে লাল পতাকা দেখাতে সমবেত হয়েছি। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি অনুসরণ করে রাজপথে থেকে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অবৈধ এ সরকারকে সরিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে। সেই সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে।
উত্তর বিএনপির এ গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আরএ