সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশব্যাপী সিরিজ বোমা হামলা তার প্রমাণ। জঙ্গি তাদেরই সৃষ্টি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে দেওয়া স্লোগান টেক ব্যাক বাংলাদেশ-এর সমালোচনা করে তিনি বলেন, টেক ব্যাক বাংলাদেশ বলে কোথায় নিয়ে যেতে চান আপনারা। বিএনপি রাজাকারদের এমপি-মন্ত্রী বানিয়েছে। বিএনপির হলো রাজাকারের দল। তাই বিএনপি আবার টেক ব্যাকে নিয়ে যেতে চায়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি দেশে গুম-খুন নির্যাতন শুরু করেছিল। টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়। সেটি হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে আর পেছনের দিকে, জঙ্গিবাদী চক্রে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করেই আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।
আরএ