সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ২১ হাজার পিস নিষিদ্ধ মাদক টাপেন্টাডলসহ মাদক কারবারি চক্রের দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- কুমিল্লার কোতয়ালী থানার আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে মো. তামজীদ পাটোয়ারী (২৯) ও শরীয়তপুরের জাজিরা থানার মো. গোলাম মোস্তফার ছেলে মবিনুর রহমান (৩০)। তামজিদ ও মবিনুর দুইজনই অনার্স শেষ করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ হাজার পিস 'টাপেন্টাডল' মাদক জব্দসহ পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করা হয়। আটক যাত্রীরা সবাই কলকাতা ফেরত যাত্রী ছিলেন। রোগী সেজে তারা কলকাতা যাওয়া আসা করতেন। মূলত তারা নিষিদ্ধ টাপেন্টাডলের চালান আনতেন।
চক্রের এক সদস্যকে রোগী সাজিয়ে সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠানো হত। এরপর সেখান থেকে বিমানে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে ফিরে আসত। প্রতি মাসে তারা অন্তত ৪/৫ বার এভাবে যাতায়াত করতেন।
জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ২১ হাজার পিস টাপেন্টাডল জব্দ করা হয়েছে। এটি এযাবৎ টাপেন্টাডলের সর্ববৃহৎ চালান। অভিযান অব্যাহত রয়েছে রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ব্যথানাশক হিসেবে বহুল ব্যবহৃত ট্যাপেন্টাডল ওষুধকে মাদক হিসেবে সেবন ও বিক্রি করছে মাদকসেবী ও ব্যবসায়ীরা। এজন্য ট্যাপেন্টাডলকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে যুক্ত করে গত ২০২০ সালের ৮ জুলাই গেজেট প্রকাশ করে সরকার।
ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ঢাবির ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারা অনুযায়ী ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ট্যাপেন্টাডলকে তফসিলভুক্ত করা হয়। মাদক হিসেবে ব্যবহার নিষিদ্ধ হলেও এটির বেচা-বিক্রি, চোরাচালান বন্ধ নেই।
আরএ