সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি বিএনপির ভালো লাগে না। বৃহস্পতিবার (১৭ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন ও শান্তি বিনষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য। তাদের প্রধান শত্রু এদেশের জনগণ। কারণ তারা একাত্তরে পরাজিত হয়েছিল জনগণের কাছে। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এ কারণে তাদের আক্রোশ এদেশের জনগণের ওপর।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নয়, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এদেশের জনগণ। এ কারণে বারবার বিএনপি-জামাত এদেশের মানুষকে ভিকটিম বানায়, তাদের ওপরেই আঘাত করে, অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে হত্যা করে।
বিএনপি সাধারণ মানুষকে হত্যা করে ও ভয়ভীতি দেখিয়ে এ দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় বলে উল্লেখ করেন যুবলীগ চেয়ারম্যান।
তিনি বলেন, তারা এদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়। এটাতে সফল হলে তারা শুধু ১৫ আগস্টে জন্মদিন পালন নয়, প্রতিদিনই উৎসব করবে। এটাই হলো বিএনপির আসল চরিত্র।
পরশ বলেন, ১৫ আগস্টের মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করে। সেই হত্যার ধারাবাহিকতা এখনও চলমান।
তিনি বলেন, বিএনপি আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। হত্যার ষড়যন্ত্র এবং লাশ ফেলানো তাদের রাজনৈতিক কৌশল। লাশের রাজনীতি তারা করতে চায়। তারা মানুষ হত্যা করে সেটা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেবে। তারা অরাজকতা সৃষ্টি করে বিদেশিদের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।
এসময় যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।
এফএইচ