সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দিল্লি থাকলে আমরাও আছি’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য প্রমাণ করে তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়।
সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে শনিবার আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর।
তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে। মানুষের বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরবে।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ওবায়দুল কাদের বলছেন ‘তলে তলে সমঝোতা হয়ে গেছে।’ আমরা বলি তলে তলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মুফতি রেজাউল করীম বলেছেন, ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করে পার পাওয়া যাবে না। ছলচাতুরি না করে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে জনগণ চরম শিক্ষা দেবে।
সমাবেশ থেকে ঢাকায় ১৩ অক্টোবর শ্রমিক সমাবেশ এবং ২০ অক্টোবর ছাত্র-যুব সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রমুখ।