সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনমন্ত্রী যে কথা বলেন সেটাও শেখ হাসিনার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেন সেটাও শেখ হাসিনার কথা, বিচারকরা যা বলেন তারা যে সিদ্ধান্ত দেন সেটাও হাসিনার সিদ্ধান্ত। পুলিশ কমিশনার যে বক্তব্য রাখেন সেটাও শেখ হাসিনার বক্তব্য। দেশে এক ব্যক্তির কথায় সব চলছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ছাত্রলীগ যখন প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তখন আমার কাছে মনে হয় দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। আজ বিচার বিভাগকে মনে হয় গোপালগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়। বিচার বিভাগ এখন গোপালগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত হয়েছে।
বিএনপির এ মুখপাত্র বলেন, সপ্তাহখানেক আগে আইনমন্ত্রী বললেন খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে যেতে হবে, এর কয়েকদিন পর যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা বললেন খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে যেতে হবে, আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আবার একদিন পর আইনমন্ত্রী বললেন আমরা সোমবার সিদ্ধান্ত দেব রোববার সিদ্ধান্ত দিলেন।
তিনি বলেন, আমি আগেই বলেছি শেখ হাসিনা যা বলবেন আইনমন্ত্রীও তাই বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রীও তাই বলবেন। তাদের কাছে খালেদা জিয়া যে অসুস্থ সেটির কোনো মূল্য নেই।
আরএ