সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তাকে বেশ কয়েকবার সিসিইউতে নেয়া হয়েছে। তার অবস্থা অতন্ত নাজুক। খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব না।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনারা জানেন আইনমন্ত্রী গত ২২ সেপ্টেম্বর একটি পাবলিক স্টেটম্যান্ট করেছিলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে একটি আবেদন করতে হবে। ওনার কথার প্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর একটি আবেদন করেন। আবেদনটি এখনও নিষ্পত্তি হয়নি। অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী ৪০১ ধারায় সরকারের নির্বাহী আদেশ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। সেই আইনেই সম্ভব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া। যদি সরকারের সদিচ্ছা থাকে। আমরা প্রত্যাশা করবো সরকার খুব দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবেন। জীবন রক্ষার জন্য এখনো মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার।
আরএ