সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন করছে বিএনপি। সামনেই দ্বাদশ সংসদ নির্বাচন। এ উপলক্ষে বিএনপি আন্দোলনের মাত্রাও বাড়িয়েছে। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি দিচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীতে শ্রমিক-কর্মচারী কনভেনশন করবে বিএনপি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল ও টিএন্ডটি স্কুল সামনের রাস্তায় এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবেন বিএনপি সিনিয়র নেতা ও জাতীয় শ্রমিক নেতারা।
জানা গেছে, সকালে কনভেনশনস্থলে চলছে মঞ্চ তৈরির কাজ। এছাড়া সমাবেশস্থলের আশপাশে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন ধরনের ফেস্টুন-প্ল্যাকার্ড টানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে আজকের কনভেনশনে আমরা দেশের সব শ্রমিক সমাজকে এক হওয়ার আহ্বান জানাব।
আরএ