সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হবে না। বিএনপি নেতা আসম হান্নান শাহ্ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি নয় গোটা জাতি আজ সরকারের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। সরকার বারবার উন্নয়নের কথা বলে আসছে। অথচ সরকারের তথাকথিত উন্নয়ন বাংলাদেশকে আজ আরও ঋণগ্রস্ত করে ফেলেছে।
ভিসা নিষেধাজ্ঞা এটা খুশির কথা নয়, এটা অত্যন্ত লজ্জার। এর দায় সরকারের। ক্ষমতা ধরে রাখতে কর্তৃত্ববাদী আচরণ সরকারের বলে উল্লেখ করেন ফখরুল।
তিনি বলেন, বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখছেন তাতে বাংলাদেশকে বিদেশী শক্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। এটা দেশের জন্য উদ্বেগ।
সশস্ত্র বাহিনীর অনেকে বিএনপিতে যোগ দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা আশার কথা বিজয়ের কথা। বিএনপি আরও সংগঠিত হয়েছে, উজ্জীবিত হয়েছে।
এফএইচ