সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঢাকার আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সমাবেশ করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
একই দাবিতে বেলা আড়াইটা থেকে ঢাকা জেলা বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ায় পূর্ব ঘোষিত এ সমাবেশ স্থগিত করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য তৈরি মঞ্চ সাভার থানার ওসি ফোর্স নিয়ে ভাংচুর করেছেন বলে অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নিপুণ রায়।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ৩ টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঢাকা জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোথায় কখন সমাবেশ করা হবে।
এফএইচ