সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, সাহস থাকলে প্রধানমন্ত্রীর ‘ভাতিজা কোটা’ ছাড়া মাঠে নামুন। পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখব কেমন বেটা আপনি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। যাত্রাবাড়ী ও নয়াবাজারে বিএনপির সমাবেশ সফল করতে এ সভা হয়।
এসময় মেয়রকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেন, ডেঙ্গুতে শত শত মানুষ মারা যায়। অথচ তিনি পরিবার নিয়ে বিদেশে প্রমোদ ভ্রমণে ব্যস্ত থাকেন। কিছুদিন আগে তিনি বললেন, আবার নামতে ইচ্ছা হয়, আপনি না কি বিচারপতিদের টেনেহিঁচড়ে নামিয়েছেন। সাহস থাকলে প্রধানমন্ত্রীর ‘ভাতিজা কোটা’ ছাড়া মাঠে নামুন। আমরা দেখিয়ে দিতে চাই আমাদের কি কি করতে মনে চায়।
তিনি বলেন, পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখব কেমন বেটা আপনি। আসলে এরা (আওয়ামী লীগ) দুর্বৃত্ত। এদের কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই। তারা এখন ব্যস্ত লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখার জন্য।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সমালোচনা করে ইশরাক আরও বলেন, ‘ভাতিজা কোটায়’ অবৈধভাবে মেয়র হয়েছেন। বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাযজ্ঞসহ অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে। আপনি নিজেকে গেরিলা বীর মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর বাইরে আলাদাভাবে গঠন করা হলো মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে হয়েছিল। উদ্দেশ্য দেশ স্বাধীন হলে বীর মুক্তিযোদ্ধাদের হটিয়ে নিজেদের কৃতিত্ব নেওয়া। আমার বাবা বলেছেন, এই মুজিব বাহিনীই গাজীপুর ক্যাম্পে তাকে হত্যা করতে চেয়েছিল।
বিএনপির এ নেতা আরও বলেন, আমরা কোনো নোংরামি বা রেষারেষিতে যেতে চাই না। আমাদের এই শিক্ষা দেওয়া হয়নি। খালেদা জিয়ার রাজনৈতিক শিষ্টাচার আগামী দিনে ইতিহাস হয়ে থাকবে। কিন্তু আওয়ামী লীগ দেশকে যেদিকে নিয়ে যাচ্ছে আজ ওদের ভাষায় কথা বলা ছাড়া পথ নেই।
ইশরাক হোসেন আরও বলেন, আজকে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করে, অথচ তারা যুদ্ধের সময় দেশেই ছিল না। ফুর্তিতে ব্যস্ত ছিল। পরবর্তীতে তারাই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে। আমি রণাঙ্গনের সম্মুখ গেরিলা বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি।
আরএ