সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এখন দলটির মহাসচিব। তবে বিএনপি থেকে বহিষ্কার হলেও নেত্রীকে ভোলেননি দলের এই সাবেক নেতা। তাইতো তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই খালেদা জিয়ার কারামুক্তি চেয়েছেন তিনি।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি একটি দল থেকে এখানে এসেছি। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্ত জীবন কামনা করছি।’ পরে বক্তব্যের একপর্যায়ে তৈমুর আলম নিজেই মোনাজাত ধরেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন ও কাউন্সিলে এসব কথা বলেন তৈমুর আলম।
তৈমুর আলম বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করেছে। এরপর আমি দেড় বছর অপেক্ষা করেছি একটা শোকজ নোটিশের জন্য। আমাকে কেন বহিষ্কার করা হয়েছে, জানান। কিন্তু তা করা হয়নি।
তিনি আরও বলেন, তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এখানে কাউকে অবজ্ঞা বা অবহেলা করা হবে না। দলে আলোচনা করে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির নতুন এই মহাসচিব।
তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে আসেন তারা। শমসের মবিন চৌধুরী তৃণমূল বিএনপির চেয়ারপারসন এবং তৈমুর আলম দলটির মহাসচিব নির্বাচিত হন।
এ ছাড়া তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদাকে দলটির নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ব্যারিস্টার নাজমূল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিনদিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা।
এফএইচ