সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি শনিবার (১৯ আগস্ট) রাত ১টা ও রাত ৩টায় দুই দফা সংবাদ সম্মেলন করেছিল। একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। ওইদিন রাতে দলের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল। এদিকে গভীর রাতে বিএনপির ডাকা এই সংবাদ সম্মেলন নিয়ে আলোচনা-সমালোচনা করেছেন অনেকেই।
সেদিন সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা অভিযোগ করেন রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকা থেকে দলের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাতে দলীয় কার্যালয়ে আসেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
রাত পৌনে ১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে তারা এসেছেন, এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। গয়েশ্বর চন্দ্র রায়ও গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন।
পরে রাত ৩টায় সেখানে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্রেপ্তার সবাইকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
এদিকে বিএনপির গভীর রাতে এ সংবাদ সম্মেলন ডাকা নিয়ে মঙ্গলবার (২২ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা লক্ষ্য করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম যে রাত তিনটায় সংবাদ সম্মেলন। বিএনপি রাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারো যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে?
বিএনপির কর্মী এর আগে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকা হয়নি। বিএনপিও আগে কখনো রাত তিনটায় করেনি বলে এ সময় দাবি করেন তথ্যমন্ত্রী।
এফএইচ