সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনেকেই শখ নার্সারি থেকে গাছ কিনে এনে এক চিলতে বারান্দায় বাগান করেন। কেউ কেউ জানালায় রাখেন। কেউ আবার ঘরেও রাখেন। কিন্তু যত্নের অভাবে অনেক সময়ই বেশির ভাগ গাছ মরে যায়। কিন্তু গাছকে সময় দিতে হবে, যত্ন করতে হবে, সঠিক পুষ্টি জোগাতে হবে। তবেই সে হেসেখেলে বেড়ে উঠবে।
গাছের পরিচর্যার সঠিক নিয়মগুলো আসলে জানতে হবে। অনেকে মনে করেন, ঠিক সময় পানি দিচ্ছি, সার দিচ্ছি, তাও কেন গাছ মরে যাচ্ছে? এর অন্যতম কারণই হলো ভুলভাবে গাছের পরিচর্যা করা। জেনে নিন, নতুন বাগান করতে গিয়ে কোন ভুলগুলো আপনি করছেন।
পাতা হলুদ হয়ে যাওয়া
গাছ কেনার পর সকলে অতি উৎসাহী হয়ে বেশি বেশি পানি দেন। তাতে হিতে বিপরীত হয়। কম পানিতে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, বেশি পানি দিলেও গাছের পাতা পঁচে পড়ে যেতে পারে। তাই গাছের প্রয়োজন অনুযায়ী পানি দিন। বেশির ভাগ গাছে পানির প্রয়োজন বোঝা যায় মাটি ছুঁলেই। যদি দেখেন আঙুলে মাটি লেগে যাচ্ছে, তা হলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। যখন একদম শুকিয়ে যাবে, তখন দেবেন।
ভুল টবে গাছ রাখা
দারুণ একটা সেরামিকের পাত্র কিনে তার মধ্যে হয়তো গাছ রেখেছেন। কিন্তু পাত্রের নীচে কোনও ফুটো নেই। জল সব জমছে, বেরিয়ে যেতে পারছে না। এতেই গাছের সব শিকড় পঁচে গাছ মরে যায়। গাছে ভাল করে পানি দেওয়া যেমন প্রয়োজন, তেমনই সেই পানি যাতে বেরিয়ে না যায়, সেটা দেখাও প্রয়োজন।
গাছে পোকামাকড়
গাছের ডালে সাদা পাউডারের মতো মিলিপিড পোকা দেখা দেয়। এটি গাছের জন্য ক্ষতিকর তো বটেই, পিঁপড়ের দল আকর্ষণ করে। তাই অবিলম্বে এই পোকা মারতে হবে। নিমের তেল আর বাসন মাজার তরল সাবান পানিতে মিশিয়ে স্প্রে করুন। সন্ধ্যাবেলা করবেন। না হলে গাছের সালোকসংশ্লেষে অসুবিধা হতে পারে। গাছের মাটিতে পোকা লাগলে মাটিতে নিমের কেক মিশিয়ে দিতে হবে। এটি এক ধরনের প্রাকৃতিক সারও। তাই গাছের উন্নতিও হবে।
গাছ না ছাঁটা
গাছ যদি পানি-আলো-সার সব পাওয়া সত্ত্বেও ঠিকমতো না বাড়ে তা হলে বুঝতে হবে অন্য কোথাও সমস্যা হচ্ছে। কোনও রকম পোকা লেগেছে কি না, বা অসুখ করেছে কি না— এগুলো দেখতে হবে। সব যদি ঠিক থাকে তা হলে বুঝতে হবে গাছ ঠিক মতো সময়ে সময়ে ছাঁটা হচ্ছে না। ঠিক সময় গাছ ছাঁটলে গাছের সব দিকে থেকে পুষ্টি পেতে সুবিধা হয়। তাই গাছও সুন্দর ভাবে বাড়তে পারে।
এফএইচ