দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেশ ভালোভাবেই পড়েছে শীত। এসময় নিজেদের বাড়তি যত্ন নিতে হয়। বাইরের ঠাণ্ডা আবহাওয়া থেকে বাঁচতে গরম কাপড় পরতে হয়। সেগুলোর মধ্যে রয়েছে সোয়েটার, মাফলার, টুপি, চাঁদর, মোজা, পা ঢাকা জুতা আরও কতো কী! তবে সবকিছু পরলেও অনেকেই জুতার সাথে মোজা পরতে চান না। ঠাণ্ডায় অবস্থা খারাপ হলেও পরেন না। এই শীতে পায়ের পাতা ঠিক রাখতে মোজা পরা জরুরি। এটি পায়ে ধুলাবালি লাগা থেকে যেমন সুরক্ষা দেয়, তেমনি পা ফেটে যাওয়ার সমস্যারও সমাধান দেয়। কিন্তু এই মোজা না পরলে নানা ধরণের সমস্যা দেখা দেয়।
চলুন জেনে নিই কী কী সেগুলো—
১. শীতকালে খুব একটা ঘাম হয় না। তবে একেবারে যে হয় না তেমনও নয়। অনেকেরই এসময় পা ঘামায়। এ নিয়ে গবেষণা বলছে, প্রতিদিন পা থেকে প্রায় কয়েক মিলিলিটার ঘাম বের হয়। আর এ থেকে ব্যাকটেরিয়ার জন্ম হয়। ফলে পায়ের ত্বকে র্যাশ হওয়া, চুলকানি ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে। তবে যদি মোজা পরেন তাহলে পা অতিরিক্ত ঘামার সুযোগ থাকে না। বরং এটি না পরলে ঘাম হয়ে তা পায়েই শুকিয়ে সমস্যা তৈরি করে।
২. মোজা ছাড়া জুতা পরলে পায়ের বিভিন্ন অংশে চাপ পড়ে। বিশেষ করে হাঁটাচলা করার সময়। এতে রক্ত চলাচলেও সমস্যা হয়। অন্যদিকে মোজা পরার কারণে পায়ে সরাসরি চাপ না পড়ায় পা কিছুটা হলেও সুরক্ষিত থাকে।
৩. অন্যসময়ের তুলনায় শীতে অ্যালার্জির সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। এর কারণে র্যাশ, চুলকানি ইত্যাদি আরও নানারকম সমস্যা দেখা দেয়। তাই সাবধানতা অবলম্বন করা উচিত। এই সমস্যাগুলো বেশি হয় মোজা ছাড়া জুতা পরার কারণে। অনেকের পায়ের ত্বক সেনসিটিভ হয়ে থাকে। যার ফলে হাঁটাচলার সময় পায়ে ধুলাবালি লাগলেই নানা ধরণের সমস্যা দেখা দেয়। তবে মোজা পরলে এমন হয় না।
এস/টি