সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মন চাইছে অথবা বাসায় অতিথি আসছে। তাই মিষ্টির দোকানে ছুটে যাচ্ছেন চমৎকার স্বাদের সব মিষ্টি আনতে। কিন্তু জানেন কী বাড়িতেও যে সহজ উপায়ে বানানো যায় সুস্বাদু মিষ্টি। এর একটি কমলাভোগ। কমলা রঙের ও কমলার স্বাদের এই মিষ্টি তৈরি করতে পারবেন খুব সহজেই। যেকোনো উৎসব-আয়োজনেও রাখতে পারেন এই মিষ্টি। চলুন তবে জেনে নেওয়া যাক কমলাভোগ তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
রসগোল্লার ছানা- ১ কাপ, চিনি- ২ চা চামচ, ময়দা- ১ চা চামচ, কমলালেবু- ১ টি পাতলা করে কেটে নেওয়া, কমলালেবুর রস- ১ কাপ, অরেংঞ্জ ফুড কালার- সামান্য, চিনি- ২ কাপ, পানি- ৪ কাপ।
যেভাবে তৈরি করবেন
ছানার সঙ্গে চিনি, ময়দা মিশিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মথে নিন। সমান সাইজের বল বানিয়ে নিন। একটি পাত্রে পানি , চিনি, কমলার রস দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে ছানার মিষ্টি ছেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট বেশি আঁচে জ্বাল দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে কমলালেবুর টুকরাগুলো দিয়ে দিন এবং আঁচ মিডিয়াম লো করে রাখুন আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর চুলার আঁচ বন্ধ করে পাত্রটি চুলা থেকে সরিয়ে অন্য জায়গাতে রাখুন। ৩/৪ ঘণ্টা পর পরিবেশন করুন কমলাভোগ।
এফএইচ