সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাঙালির চিরচেনা সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হলো বর্ষা আর নীল রঙের মেলবন্ধন। সঙ্গে সাদাও কম যায় না। উৎসব-প্রিয় বাঙালি যেকোনো ঋতুকে বরণ করে নিতে প্রাধান্য দেয় নির্দিষ্ট কিছু রঙকে। যেমন বসন্তবরণে হলুদ, বৈশাখে লাল-সাদার মতোই বর্ষায় নীল রঙ প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে। রঙের সঙ্গে আমাদের বাঙালিয়ানা ফ্যাশনের সম্পর্ক সত্যিই সুন্দর। নীল হলো স্বপ্নদায়ক, স্রষ্টা, শিল্পী এবং উদ্ভাবকদের রঙ। এটি মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মস্তিষ্ককে শান্ত রাখে।
পোশাকে বর্ষা ও নীলের ছোঁয়া
নীলের যেকোনো ধরনই বর্ষায় মানানসই। জলের কাছাকাছি জায়গায় নীলচে শেডের টাই-ডাই বা বাটিকের পোশাক বেশ চমৎকার। বর্ষার উপযোগী মিশ্র তন্তুর পোশাকে নানা মাধ্যমেই ফুটে উঠতে পারে নীল রং। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, মেঘলা আবহাওয়ায় উজ্জ্বল নানা রঙই চমৎকারভাবে ফুটে ওঠে। তাই নীল তো বটেই, বেগুনি, সবুজ বা প্রকৃতির অন্য কোনো উজ্জ্বল রঙও এ সময় দেখায় দারুণ।
শাড়ি, টপ, কুর্তা, স্কার্ট, লম্বা ড্রেস—যাই পরা হোক না কেন, নানাভাবেই আপনার পোশাকে ফুটে উঠতে পারে বর্ষা। পোশাকের নীলের সঙ্গে যোগ হতে পারে সাদা কিংবা সাদার মধ্যেই থাকতে পারে নীলের পরশ। হ্যান্ডপেইন্টে, এমব্রয়ডারিতে হতে পারে বর্ষার চিত্রায়ণ। জলের ফোঁটা, বর্ষার পঙ্ক্তিমালা, মেঘ, ঝোড়ো বাতাসে কম্পমান গাছ—নীল রঙের সঙ্গে বর্ষার শৈল্পিক উপস্থাপনে নানা উপাদান সংযুক্ত করার কথাও বলেছেন ডিজাইনার।
এস