সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাট পাঁচবিবির মিজানুর (৩৭) হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে একজনকে খালাস দিয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ওরফে বাপ্পী, একই গ্রামের মোবারক হোসেনের ছেলে ওসমান গণি ওরফে রুবেল।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১৮ অক্টোবর পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাট গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বৈদ্যুতিক মোটর মেকানিজ মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর তার সন্ধান মেলেনি।
পরে ২২ নভেম্বর সকালে দমদমা পুরাতন শ্মশান ঘাটের উত্তরে ছোট যমুনার পুর্ব পাড়ের আখ খেত থেকে মিজানুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের মা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পরে বুধবার এ রায় দেন বিচারক।
জেবি