দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর বনশ্রীতে আসমা বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করে রাখা ৩টি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে উপস্থিত জনতা।
রোববার (৩১ ডিসেম্বর) বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আহত হয়েছেন আরও ২ পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে আমার মাথা ফেটে যায়। শুধু আমি নয়, এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি বলেন, এ সময় ওই বাড়ির নিচে থাকা ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় লোকজন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
ওসি আরও বলেন, গৃহকর্মী পড়ে মারা গেছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে, তদন্ত করে তা দেখা হচ্ছে। ইতোমধ্যে ওই বাড়ির গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেডএ