সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের বোয়ালমারীতে এক শিশুকে (১০) ধর্ষণ মামলায় দ্বীন ইসলাম (২৭) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ৩টার দিকে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরদিন ওই শিশুর মা বোয়ালমারী থানায় এঘটনায় মামলা করেন।
ফরিদপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনায় মামলা করে শিশুটির মা। মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি দ্বীন ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খুশি। আমরা ন্যায় বিচার পেয়েছি।
জেবি