দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্যাডে রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এ আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রধান নির্বাচনি এজেন্ট মুহম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ‘গত ২৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গা থানার উত্তর পাশে কে এম কলেজের কাছে সেতুসংলগ্ন অটোস্ট্যান্ডে একটি নির্বাচনি সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন নিক্সন চৌধুরী।
তিনি প্রকাশ্যে অর্থের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনি আচরণবিধি ৩(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।’
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন এক সভায় কর্মীদের খিচুড়ি খাওয়ার জন্য টাকা দিচ্ছেন–এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নিক্সন চৌধুরী একটি জায়গায় সাদা হ্যান্ডমাইক হাতে নিয়ে বক্তব্য দিচ্ছেন। তার মাথায় ফুলের পাপড়ি দেখা যাচ্ছে। তার ডান পাশে ফরিদপুর জেলা পরিষদের চেয়াম্যান এবং তার প্রধান নির্বাচন সমন্বয়কারী শাহাদাৎ হোসেন আর বাঁ পাশে রয়েছেন সোনাখোলা গ্রামের নজরুল শিকারী।
বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ সদস্য বলছেন, ‘আগামী শনিবার ভাঙ্গার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। আমাদের ডাক্তার ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ বলল। কিন্তু নির্বাচনের আচরণবিধির জন্য আমরা আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন সে ব্যবস্থা আমি করে দেব। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এরপর তিনি আবার বলেন, “আর খিচুড়ি যে খাবেন সেই ব্যবস্থা আমি করে দিয়ে গেলাম। আমি যাওয়ার পরে আপনারা সেইটা (টাকা) দেইখেন।’
তখন তিনি নিজের প্যান্টের পকেট থেকে টাকা বের করে বাঁ পাশে দাঁড়ানো নজরুল শিকারীর হাতে টাকা তুলে দেন। উপস্থিত কর্মীরা তখন নিক্সনের মার্কা ‘ঈগল’ ‘ঈগল’ বলে স্লোগান দেন।
ডিপি/