দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের শোভারামপুর বোর্ড অফিস সংলগ্ন ঈগল প্রতীকের প্রচারণা ক্যাম্পে এ আগুন দেয় দুর্বৃত্তরা।
ঈগল প্রতীকের ১নং ওয়ার্ডের নির্বাচনি প্রচারণা ক্যাম্পের আহ্বায়ক মো. শহিদ উন নবী বলেন, সাড়ে ৭টার দিকে খবর পাই আমাদের ক্যাম্পে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশকে জানাই।
তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে ক্যাম্প ও আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজনই পরাজয়ের ভয়ে ঈগল প্রতীকের বিভিন্ন নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন দেওয়ার পাশাপাশি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এও