সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি এক্স (সাবেক টুইটার)। এটি শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে রয়েছে এর ব্যবহারকারী। ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় সুবিধাগুলো এক্সে যুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের জন্য জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমসের মতো ভিডিও সম্মেলন করার সুযোগ দিতে নতুন টুল যুক্ত করছে এক্স।
নতুন এ সুবিধা চালু হলে এক্সে অডিও ভিডিও কল করার পাশাপাশি ভবিষ্যতে একাধিক ব্যক্তির সঙ্গে সরাসরি ভিডিও সম্মেলনও করা যাবে। ইতোমধ্যে নিজেদের কর্মীদের ওপর ভিডিও সম্মেলন টুলটির কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি। টুলটি চালুর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এক্স। তবে প্রতিষ্ঠানটির ক্রিস পার্ক নামের এক কর্মী টুলটি ব্যবহারের ছবি প্রকাশ করেছেন।
এক্সে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সিং টুলটি ব্যবহার করে সহকর্মী ও এক্স ডেভেলপারদের সঙ্গে সফলভাবে অনলাইন সভা করা সম্ভব হয়েছে। গুগল হ্যাংআউটস, জুম, মাইক্রোসফট টিমস ও এডব্লিউএস (অ্যামাজন) চাইমের বিকল্প বলা যেতে পারে টুলটিকে।
ক্রিস পার্কের এই পোস্টে ফায়ার ইমোজি দিয়েছেন ইলন মাস্ক। যা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ জল্পনাকল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ ঘটা করেই টুলটি প্রকাশ করতে পারে এক্স।
ক্রিস পার্ক ছাড়াও অ্যাপ গবেষক পি৪এমইউআই ভিডিও সম্মেলন করার টুলটি চালুর একটি ভিডিও এক্সে প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, এক্স অ্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করার পর কনফারেন্স অপশনে ক্লিক করলেই সরাসরি ভিডিও সম্মেলন শুরু হয়ে যায়।
নিমা ওউজি নামের আরেকজন অ্যাপ গবেষক এক্স পোস্টে লিখেছেন, টুলটিতে কোড সিস্টেম থাকতে পারে। এই কোড ব্যবহার করে অন্যরা ভিডিও সম্মেলনে যুক্ত হতে পারবেন।
এস