সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। এর কনটেন্ট (আধেয়) নির্মাতাদের জন্য সুখবর রয়েছে। ভিডিওর দর্শক এবং অনুসরণকারীদের সঙ্গে তাদের সহজে যোগাযোগের সুযোগ দিতে এআই প্রযুক্তির নিজস্ব চ্যাটবট তৈরির সুবিধা চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।
নতুন সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা ইনস্টাগ্রামের এআই স্টুডিওর মাধ্যমে সহজেই নিজস্ব এআই চ্যাটবট তৈরি করে প্রোফাইলে যুক্ত করতে পারবেন। এর ফলে নির্মাতারা ভিডিওর দর্শক এবং অনুসরণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর চ্যাটবটটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জানাতে পারবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্বাচিত ব্যবহারকারীদের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করছে ইনস্টাগ্রাম।
এআই চ্যাটবট তৈরির বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের পছন্দের নির্মাতাদের প্রোফাইল থেকে এআই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। এটি প্রাথমিকভাবে বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহার করা যাবে। অনুসরণকারীদের কাছ থেকে সচরাচর যেসব প্রশ্ন নির্মাতারা পেয়ে থাকেন সেগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবে জানাবে এআই চ্যাটবটটি। এর ফলে অনুসরণকারীদের সঙ্গে বার্তা আদান-প্রদান আরো কার্যকর ও আনন্দদায়ক হবে।
নতুন সুবিধাটি কেমন হবে সে সম্পর্কে ধারণা দিতে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন জাকারবার্গ। তাতে দেখা গেছে, নির্মাতাদের প্রোফাইলে থাকা এআই চ্যাটবটের মেসেজিং বাটন ট্যাপ করে যেকোনো প্রশ্ন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর উত্তর জানা যাবে। উত্তরগুলো এআই দিয়ে তৈরি হওয়ায় সেগুলোতে এআই লেবেলও দেখা যাবে। প্রাথমিকভাবে এ সুবিধাটি ৫০ জন নির্মাতা এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পরখ করতে পারছেন। আগামী আগস্ট মাসে সুবিধাটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।
এআই চ্যাটবটের প্রয়োজনীয়তা তুলে ধরে জাকারবার্গ জানিয়েছেন, মানুষ আগ্রহ নিয়ে অনেকের সঙ্গে যোগাযোগ করে। কেউ আবার বিভিন্ন নির্মাতা ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চান। নির্মাতা ও প্রতিষ্ঠানের কাজের ধরনে ভিন্নতা থাকায় আলাদা চ্যাটবট প্রয়োজন। আর এসব চ্যাটবটে মানুষের আগ্রহের বিষয়গুলোর যাতে প্রতিফলিত হয় সেটিও নিশ্চিত করা দরকার। এ জন্য মেটা নির্মাতা এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে।
এস