সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলছে। সেই ধারাবাহিকতায় আবারো নতুন সুবিধা যুক্ত করছে ইনস্টাগ্রাম।
আমরা জানি ইনস্টাগ্রামে লাইভ ভিডিও প্রকাশ করলে, সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। এতে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তাই এই সমস্যার সমাধানে এবার ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় থাকা ব্যক্তিদের জন্য আলাদাভাবে লাইভ ভিডিও প্রকাশের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।
নতুন এ সুবিধা চালুর ফলে নির্বাচিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ লাইভ ভিডিও দেখার সুযোগ পাবেন না। ফলে বন্ধু বা পরিবারের সদস্যদের জন্য আলাদা লাইভ ভিডিও প্রকাশ করা যাবে। তাহলে চলুন নতুন ফিচার ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক:
১. প্রথমেই নির্বাচিত ব্যক্তিদের জন্য আলাদা লাইভ ভিডিও প্রকাশের জন্য স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামে প্রবেশ করতে হবে।
২. তারপর সেখানে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।
৩. এরপর অপর পৃষ্ঠার নিচে থাকা ‘বক্স’ আইকন ডানদিকে সোয়াইপ করে ‘লাইভ’ অপশন নির্বাচন করতে হবে।
৪. এবার ‘লাইভ ক্যামেরা’ আইকনের ওপরে থাকা ‘এভরিওয়ান’ অপশনের পাশের ড্রপডাউন মেনুটি ট্যাপ করে ‘ক্লোজ ফ্রেন্ড’ নির্বাচন করতে হবে।
৫. এরপর লাইভ ক্যামেরা আইকনে ট্যাপ করলে লাইভ ভিডিও চালু হয়ে যাবে এবং লাইভ ভিডিওটি শুধু ক্লোজ ফ্রেন্ড তালিকায় থাকা ব্যক্তিরা দেখতে পারবেন।
এস