সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মালয়েশিয়ার মানজুংয়ে ১৪ বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগ অপস সাপু, সেলেরা, কুটিপ ও বেলেঞ্জা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
মালয়েশিয়ার দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, অভিযানে শিশুসহ ১০৪ জনকে আটকের পর ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক হাপদজান হুসাইনি।
এক বিবৃতিতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ছয় ঘণ্টা অভিযান চালানো হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ও ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৬২ পুরুষ, ২৩ নারী ও পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৬৬ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন বাংলাদেশের, পাঁচজন মিয়ানমারের, দুজন নেপালের এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। অভিবাসন আইন, মানবপাচার ও চোরাকারবারি রোধ আইন এবং পাসপোর্ট আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
হাপদজান হুসাইনি বলেছেন, অভিবাস বিভাগ আবাসিক ও বাণিজ্যিক জায়গার মালিকদের তদন্ত করা হবে, যারা অবৈধ বিদেশিদের থাকার অনুমতি দিয়েছে। এ ছাড়া যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অবৈধ অভিবাসীদের তথ্য শেয়ার করতে স্থানীয় জনসাধারণকে অনুরোধ জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
আরএ