সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাতে একটি কলেজ ভবন ধসে পড়েছে। সোমবার (১৪ আগস্ট) রাজ্যের দেরাদুনের মালদেবতার দুন ডিফেন্স কলেজ ধসে পড়ার এই ঘটনা ঘটে। পরে বান্দল নদীর তীব্র স্রোতে সেই ভবন ভেসে যায়। গত ২৪ ঘণ্টা ধরে অবিরাম বৃষ্টিপাতে ওই নদীর পানি বেড়ে গেছে। খবর এনডিটিভি’র।
রাজ্যের আবহাওয়া বিভাগ ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। ওই ছয় জেলার মধ্যে দেরাদুন ও নৈনিতালও রয়েছে। পাহাড়ি রাজ্যটিতে বর্ষাকালীন বৃষ্টিপাতে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে ভারি বর্ষণের কারণে রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে। কয়েকটি রাস্তা ব্লক হয়ে গেছে। এই তালিকায় জাতীয় মহাসড়কও রয়েছে। এছাড়া ১ হাজার ১৬৯টি বাড়ি এবং বিস্তৃত কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে দেরাদুন ও চম্পাবতে সোমবার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট ও রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলেছে রাজ্য সরকার।
এইউ