দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের হামলায় ২৩ সিরীয় সেনা নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বৃহস্পতিবার আইএসের সদস্যা সেনাবাহিনীর বাসে এ হামলা চালিয়েছে। এতে ২৩ জন সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তারা আরও বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া কয়েকজন সেনা নিখোঁজ আছে বলেও জানিয়েছে এ সংস্থাটি।
একটা সময় সিরিয়ায় শক্তিশালী অবস্থান তৈরি করতে সমর্থ হলেও ২০১৯ সালে আইএস তাদের নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকাটিও হারায়। এরপর এ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আত্মগোপনে চলে যান। আর তারাই মাঝে মাঝে এমন বিক্ষিপ্ত হামলা চালান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইএসের সদস্যরা সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে হামলা বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে আইএসের হামলায় রাকা প্রদেশে দশ সিরীয় সেনা ও সরকারপন্থি যোদ্ধা নিহত হন। একটা সময় রাকায় আইএসের শক্তিশালী অবস্থান ছিল। খবর: এএফপি।
আরএ