দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্ষমতা গ্রহণের প্রথম দিন ট্রাম্পের কার্যকালাপ কি হবে, সেদিকেই নজর এখন বিশ্ববাসীর। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ১শ নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, বিশ্লেষকদের ধারণা এদিনই বাইডেনের সমস্ত আদেশ বাতিল করতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় লাভের আগেই যুক্তরাষ্ট্র নিয়ে নিজের পরিকল্পণা বেশ কয়েকবারই তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই ২০ জানুয়ারী তিনি শপথ গ্রহনের পর তিনি কি করবেন তা নিয়ে এরইমধ্যে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা।
গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের। সীমান্ত সংকট, অভিবাসী প্রত্যাবাসনসহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ। শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার প্রথম দিনই শুরু করবেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কিছু নির্বাহী আদেশের তাৎপর্য থাকলেও বাকিগুলো মূলত আভাস দেবে, কীভাবে আগামী চার বছর দেশ শাসন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যদিও বিম্লেষকদের ধারনা, এদিন ক্ষমতা হাতে পেয়েই বাইডেনের সমস্ত আদেশ বাতিল করতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। একই কাজ করেছিলেন বাইডেনও। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছিলেন তিনি।
তবে ১০৩৭ সাল থেকে, মাত্র তিনজন মার্কিন প্রেসিডেন্ট তাদের অফিসে প্রথম দিনেই নির্বাহী আদেশ জারি করেছেন। এই একচেটিয়া গ্রুপের মধ্যে রয়েছে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এবং বিল ক্লিনটন। এ অবস্থায় প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে তার প্রথম দিনে বেশ কয়েকটি নীতি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিশ্রুতি নির্বাহী আদেশের ইতিহাসে আগ্রহের জন্ম দিয়েছে। ট্রাম্প যদি তার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, তাহলে এটি হবে ১৯৩৭ সালের পর চতুর্থবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট এমনটি করেছেন।
এরমধ্যেই ওয়াশিংটন ডিসিতে প্রচণ্ড ঠান্ডার কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান হবে ইউএস ক্যাপিটল ভবনের ভেতরে। তবে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সঙ্গীতানুষ্ঠান হবে ইনডোর ভ্যানু ক্যাপিটাল ওয়ান এরিনায়। তবে, এবারই প্রথম নয় ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানও এমনটাই করেছিলেন।
কে