সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীনের বৃহত্তম সমন্বিত ফোটোভোল্টাইক-হাইড্রোজেন স্টোরেজ প্রকল্পটি চিয়াংসু প্রদেশে মঙ্গলবার থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে বলে শুক্রবার জানিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সিএইচএন এনার্জি।
রুতোং কাউন্টির ইউতোংয়ের উপকূলীয় এলাকায় অবস্থিত প্রকল্পটি চীনের প্রথম সমন্বিত অফশোর স্থাপনা, যেখানে সৌর বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন উৎপাদন ও সরবরাহ এবং শক্তি সংরক্ষণ সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রকল্পটি উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারের একটি মডেল হিসেবেও কাজ করবে।
৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পটি ৪,৩০০ মু (প্রায় ২৮৬.৬৭ হেক্টর) এলাকা ড়ে বিস্তৃত। এতে নির্মাণ করা হয়েছে ২২০ কেভি ক্ষমতার অনশোর বুস্টার স্টেশন, ৬০ মেগাওয়াট ও ১২০ মেগাওয়াট-ঘণ্টার শক্তি সংরক্ষণ সুবিধা এবং প্রতি ঘণ্টায় ১,৫০০ ঘনমিটার হাইড্রোজেন উৎপাদন ও দিনে ৫০০ কেজি উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি স্টেশন।
প্রকল্পটি চীনের মরুভূমি ও পাথুরে এলাকায় বৃহৎ বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের তৃতীয় ধাপের অংশ। প্রত্যাশা করা হচ্ছে, এটি বছরে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে।
প্রকল্পটি প্রতি বছর প্রায় ৩ লাখ ৯ হাজার ৪০০ টন কার্বন ডাই-অক্সাইড, প্রায় ৫৬৩ টন সালফার ডাই-অক্সাইড এবং ১,১২৫.৩ টন নাইট্রোজেন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি
কে