সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাম্প্রতিক কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি)।
আজারবাইজান এয়ারলাইনস এবং দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের সাম্প্রতিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিএএসির বিমান নিরাপত্তা বিভাগের পরিচালক শু মিংচিয়াং।
শু মিংচিয়াং জানান, চীনের বেসামরিক বিমান চলাচল আইন এবং আন্তর্জাতিক নিয়ম অনুসারে উড্ডয়ন নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিএএসি। সাম্প্রতিক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসন বেশ কয়েকটি প্রধান পদক্ষেপ গ্রহণ করেছে।
দুর্ঘটনাগুলো নিয়ে তথ্য বিনিময়ের জন্য একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে দুর্ঘটনার তদন্ত ও কারণ বিশ্লেষণের অগ্রগতি পর্যবেক্ষণ, ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সমস্যাভিত্তিক পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে।
পাখির আঘাত ঝুঁকি প্রতিরোধে শীতকালে পাখির গতিবিধি বিশ্লেষণ এবং বিমানবন্দরের আশপাশে পাখি তাড়ানোর উদ্যোগ জোরদার করতে বিমানবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করেও এই ঝুঁকি প্রতিরোধে জোর দেওয়া হয়েছে।
রানওয়ে নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করতে একটি বিস্তৃত তদন্ত পরিচালনা করা হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সিএএসি জরুরি মহড়ার কার্যক্রমও জোরদার করছে।
সেইসঙ্গে আসন্ন বসন্ত উৎসবের সময়ও বিমান নিরাপত্তা তদারকি ও পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সিএএসি।
সূত্র: সিএমজি
কে