সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম প্রভাবশালী গবেষণা ও পিআর-রিভিউ সাময়িকী ল্যানসেট এক সমীক্ষায় জানিয়েছে, গাজায় দাফতরিকভাবে যে নিহতের সংখ্যা প্রচার করা হচ্ছে সেখানে যুদ্ধে পরোক্ষভাবে নিহতদের সংখ্যা হিসাব করা হয়নি। যেখানে গাজায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং খাদ্য-চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। যদি এদেরকে হিসাবে ধরা হয় তবে গাজা উপত্যকায় ইসরায়েলিদের ব্যাপক আগ্রাসনে প্রকৃত নিহতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারেরও বেশি হতে পারে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় গত ৯ মাস ধরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ল্যানসেট প্রতিবেদনে জানায়, বর্তমান যুগের যুদ্ধে সামরিক আগ্রাসনে যতজন মানুষ সরাসরি নিহত হয়, তার চেয়ে ৩ থেকে ১৫ গুণ বেশি মানুষ পরোক্ষভাবে প্রাণ হারায়। এর জন্য একটি সাধারণ স্বীকৃত সিদ্ধান্ত হলো— প্রতি একজন সরাসরি নিহতের সঙ্গে পরোক্ষভাবে নিহত অন্তত ৪ জনকে ধরা হয়। এই হিসাবই আমরা এখানে প্রয়োগ করেছি।
জাতিসংঘের তথ্য অনুসারে, এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজারেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে বলে মনে করা হয়। গাজার ৩৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।
রিপোর্ট অনুযায়ী "সাম্প্রতিক সংঘাতে এই ধরনের পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যার তিন থেকে ১৫ গুণের মধ্যে"।
সূত্র: আরব নিউজ।
এমএ