সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেসরকারি এক হাসপাতালে ভুল চিকিৎসায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এরপর পরিবারের কাউকে সেই খবর দেওয়া তো দূরের কথা, তার লাশ পার্ক করে রাখা একটি মোটরসাইকেলের ওপর রেখে পালিয়েছে হাসপাতালের স্টাফরা। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরিতে। খবর এনডিটিভি’র।
চিকিৎসকের অবহেলার কারণে ১৭ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয়। এরপর মানুষজনের ভয়ে লাশ রেখেই পালিয়ে যায়, হাসপাতালের স্টাফরা। একটি ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলের ওপর প্রাণহীন দেহ পড়ে রয়েছে ওই কিশোরীর। এরপর ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর নাম ভারতী। জ্বর নিয়ে মঙ্গলবার গিররের কারহালে রোডের রাধা স্বামী হাসপাতালে ভর্তি হয় সে। ভারতীর আত্মীয় মনীষা জানান, বুধবার পর্যন্ত ‘পুরোপুরি ঠিক’ ছিল সে। কিন্তু ডাক্তার একটি ইনজেকশন দেওয়ার পর ভারতীয় অবস্থা খারাপ হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ভারতীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু ততক্ষণে ভারতীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
পরে সেখানে একজন কর্মকর্তা পাঠান জেলার প্রধান মেডিকেল কর্মকর্তা আরসি গুপ্ত। কিন্তু হাসপাতালে কোনো ডাক্তার বা প্রশাসনের কোনো কর্মকর্তা না পাওয়ায় সেটিকে সিলগালা করতে নির্দেশ দেন। তিনি বলেন, ওই সময় হাসপাতালে একজন সার্জারির রোগী ছিল। তাকে পার্শ্ববর্তী কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর অভিযান চালানো হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।