দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাকা নেই তাই ভর্তি নেয়নি হাসপাতাল। পরে হাসপাতালের গেটের সামনেই সন্তানের জন্ম দেন এক নারী। তবে জন্মের পরই মারা যায় শিশুটি। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুদাউনে। খবর এনডিটিভি’র।
জানা গেছে, জেলার উইমেন্স হাসপাতালে এ ঘটনা ঘটেছে। টাকা না থাকায় সেখানকার এক স্টাফ ওই নারীর ভর্তি নেয়নি। এরপরই এমন ঘটনা ঘটে। পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বুদাউনের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার।
ভুক্তভোগী নারীর নাম নীলম। তিনি কাবুলপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় তার প্রসববেদনা ওঠে। এরপর তাকে জেলা উইমেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নীলমের স্বামী রবির অভিযোগ, ওই সময় হাসপাতালে কোনো ডাক্তার ছিলেন না। আর হাসপাতালের স্টাফ তার স্ত্রীকে ভর্তি করতে অস্বীকৃতি জানান। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে ওই স্টাফ টেস্টের জন্য রবির কাছে ৫ হাজার রুপি চায়।
তিনি অভিযোগ করে বলেন, আমি এবং আমার স্ত্রী যখন টাকা দিতে অস্বীকৃতি জানাই তখন ওই স্টাফ আমাদের ‘ধাক্কা’ দিয়ে বের করে দেয়।
কিন্তু ওই পরিবার হাসপাতালের গেটের কাছে পৌঁছানো মাত্রই নীলমের তীব্র ব্যথা হয় এবং সেখানেই সন্তানপ্রসব করেন তিনি। কিন্তু শীতল আবহাওয়ার কারণে চিকিৎসার অভাবে কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।
পরে জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার জানান, সিটি ম্যাজিস্ট্রেটকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা খুবই গুরুতর বিষয়। কোনো অবস্থাতেই এ ধরনের অবহেলাকে ক্ষমা করা যাবে না।
এইউ