সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাশি চক্র বিচারের ক্ষেত্রে আরও দুটি অদৃশ্য গ্রহকে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে একটি হলো রাহু অপরটি কেতু। এ সপ্তাহে রাহু সম্পর্কে একটু আলোচনা করছি। মহাকাশে এদের কোনো দৃশ্যমান অবস্থান নেই। তাহলে কোথায় এদের অবস্থান। সূর্যকে কেন্দ্র কওে পৃথিবীর যে কক্ষপথ এবং পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের যে কক্ষপথ রয়েছে, এই দুই কক্ষপথের যে ছেদ বিন্দু রয়েছে তার উত্তরের অংশকে রাহু ও নীচের অংশকে কেতু বলে।
পৌরাণিক গল্পানুসারে সমুদ্র মন্থনে অমৃত উত্থিত হলে অমরত্ব লাভের উদ্দেশ্যে দেবতারা যখন অমৃত পান করছিলেন, তখন অসুর স্বর্ভানুর ছদ্মবেশে অমৃত পান করলে চন্দ্র ও সূর্য ছদ্মবেশী স্বর্ভানুরকে চিনতে পারে এবং বিষ্ণুকে অবহিত করলে বিষ্ণু তার চক্রবাণদ্বারা স্বর্ভানুরের শিরশ্ছেদ করে মাথার অংশকে রাহু ও দেহের বাকি অংশ কেতুকে দুই দিকে ছুঁড়ে ফেলেন। অমৃত পানে স্বর্ভানুরের অমরত্ব লাভ করার কারণে উভয় অংশ অমর হয়ে যায়। কন্যা রাশি রাহুর স্বক্ষেত্র ও মিথুন,বৃষ রাহুর তুঙ্গী ক্ষেত্র ও বৃশ্চিক ও ধনু রাহুর নীচ ক্ষেত্র। রাহুর এক রাশি অতিক্রম করতে সময় লাগে প্রায় ১৮ মাস।
এ সপ্তাহে ( ২৪ নভেম্বর ২০২৩ থেকে ৩০ নভেম্বর ২০২৩) শুক্রর কন্যা রাশিতে ও শেষ দিন তুলা রাশিতে অবস্থান, বুধের বৃশ্চিক রাশিতে ও ২৭ নভেম্বর ধনু রাশিতে অবস্থান, রবি ও মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির মেষ রাশিতে ও রাহুর মীন ও কেতুর কন্যা রাশিতে অবস্থান, শনির কুম্ভ রাশিতে, ইউরেনাসের মেষ ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর মীন,মেষ, বৃষ, ও মিথুন গোচরে বর্তমান সপ্তাহের পূর্বাভাস জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহের শুরুর দিনে বৈদেশিক কাজে কিছু অর্থ ব্যয় হবে। ব্যবসায়ীক কাজের আলোচনায় উন্নতি। শারীরিক ও মানসিকভাবে থাকবেন চাঙা। ব্যক্তি জীবনের জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন। মধ্যভাগে আয় রোজগার বৃদ্ধি। সঞ্চয়ের ক্ষেত্রে সফলতা। খুচরা পাইকারি ব্যবসায় সফলতা। শেষ দিকে বৈদেশিক যোগাযোগে সফল হবেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি। ছোট ভাই-বোনের দ্বারা উপকৃত হতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): সপ্তাহের শুরুতে বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজের জন্য দূরে যাত্রার যোগ। প্রবাসীদের কর্মজীবনে সাফল্য লাভের আশা। আইনগত পুরোনো জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। মধ্যভাগে আপনার ব্যক্তি ও সামাজিক জীবনে উল্লেখযোগ্য উন্নতি হবে। হারানো সম্মান ফিরে পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি পাবে। খাদ্য ও পানীয় ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারবেন। বকেয়া টাকা আদায়ের সুযোগ পাবেন।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): শুরুতে সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। পিতার সাহায্য পাবেন। বন্ধু বা বড় ভাই-বোনের বিবাহশাদীর যোগ। ব্যবসায় ভালো রোজগার হবে। চাকরিজীবীদের বকেয়া বিল আদায়ে অগ্রগতি। মধ্যভাগে ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন। আমদানি-রপ্তানি বাণিজ্যে ভালো রোজগারের আশা। সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি। শেষ দিকে হারানো সম্মান ফিরে পাবেন। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): সপ্তাহের শুরুতেই বিদেশ যাত্রার চেষ্টায় উন্নতি। বেকারদের চাকরির তদবিরে সফলতার আশা। ব্যবসায়ীক কাজে প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন। চাকরিতে পদোন্নতির যোগ। মধ্যভাগে বন্ধুর সাহায্য পাবেন। চাকরিজীবীদের আয় রোজগারের যোগ বাড়বে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে সফলতার আশা। শেষ দিকে ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক বাণিজ্যে সফলতার আশা। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। প্রবাসী বন্ধুর সাহায্য পাওয়ার আশা।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সপ্তাহের শুরুতে পাওনাদারের সাথে ঝামেলা মেটাতে হবে। চিকিৎসা ক্ষেত্র থেকে ভালো রোজগার হবে। বিদেশে ভাগ্য উন্নতির যোগ। বৈদেশিক বাণিজ্যে ভালো রোজগারের আশা। ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি হবে। ভাগ্য সহায় হবে। শেষার্ধে কাজে কর্মে গতি ফিরে আসবে। সরকারি ও প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন। শেষ দিকে বকেয়া টাকা পয়সা আদায়ের পাশাপাশি ব্যবসায় ভালো রোজগার হবে। বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সাহায্য পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): শুরুতেই দাম্পত্য জটিলতা এড়াতে হবে। পাওনাদারের সঙ্গে চলমান জটিলতা মিটিয়ে নিতে পারবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে একটু সতর্ক হতে হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বড় বিনিয়োগ না করাই ভালো। মধ্যভাগে উচ্চ শিক্ষা বা জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ। শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতি হবে। শেষ দিকে কর্মক্ষেত্রে সফল হবেন। মধ্যস্থতার কাজে ভালো রোজগার। প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন। চাকরির তদবিরে উন্নতি। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): নিজের রাগ জেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অবিবাহিতদের অপ্রত্যাশিত বিয়ের সুযোগ আসবে। অংশীদারি ব্যবসায় ভালো রোজগারের সুযোগ আসবে। মধ্যভাগে ব্যাংক ঋণ ও ব্যক্তি ঋণ লাভের চেষ্টা সফল হবে। পাওনাদারের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে হবে। শেষ দিকে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। শিক্ষক ও গবেষকদের এ সময়ে ভালো রোজগার হবে। জীবিকার জন্য বিদেশ যাত্রা। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে বৈদেশিক বাণিজ্যে উন্নতি।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহের সন্তানের কোনো সাফল্যে আনন্দিত হবেন। কাজে কর্মে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন। কিছু বাধা বিপত্তি আসলেও তা আপনার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মধ্যভাগে দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি। অংশীদারি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা জটিলতা দূর হয়ে যাবে। নতুন বিনিয়োগের সুযোগকে কাজে লাগাতে পারেন। শেষ দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে। পুরোনো পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে। ব্যাংক ঋণ লাভের চেষ্টায় সফল হবেন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): আত্মীয়স্বজনের আগমন হবে গৃহে। ব্যবসায়ীক কাজে প্রত্যাশা পূরণ হবে। প্রেম ভালোবাসা ও সৃজনশীল কাজে সফল হতে পারবেন। মেধাভিত্তীক কাজে সফল হতে পারবেন। মধ্যভাগে কর্মক্ষেত্রে উন্নতি। কর্মচারীদের সাহায্যে ব্যবসা বাণিজ্যে সফল হবেন। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। কাজে কর্মে উন্নতি করতে প্রচুর পরিশ্রম করতে হবে। শেষ দিকে দাম্পত্য জটিলতা দেখা দেবে। ব্যবসায়ীদের কাজে অনাকাঙ্ক্ষিত বাধা আসতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সব প্রকার যোগাযোগে সফলতা আসবে। প্রত্যাশা পূরণের যোগ। এ সময়ে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে আত্মীয়স্বজনের সাহায্য লাভের আশা। গৃহ স্থাবর প্রাপ্তিতে অগ্রগতি। মধ্যভাগে সন্তানের সাহায্য লাভের আশা। প্রেম ভালোবাসায় সফল হওয়ার আশা। পরীক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি। শেষ দিকে কর্মক্ষেত্রে কিছু জটিলতার সম্মুখীন হবেন। সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণে সাফল্য আসবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): খাদ্য পানীয়ের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি। বাড়িতে আত্মীয়স্বজনের আগমন হবে।সব ধরনের বৈদেশিক যোগাযোগে সফলতার আশা। ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। মধ্যভাগে পারিবারিক জীবনে সফল হবেন। গৃহ স্থাবর ও যানবাহন লাভের যোগ। পারিবারিক কাজে মায়ের সাহায্য লাভ। শেষ দিকে প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। সন্তানের বিবাহশাদী বা বিদেশ গমনের সুযোগ আসবে। সৃজনশীল কাজে সফলতার আশা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই জীবনে কিছু সাফল্য লাভ। আয় রোজগারে উন্নতি হবে। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। মধ্যভাগে বিদেশ থেকে ভালো অর্ডার লাভ। যোগাযোগে সফল হবেন। ছোট ভাই-বোনের বিবাহ-শাদীর যোগ প্রবল। নিজস্ব প্রচার প্রচারণায় অর্থ ব্যয়। শেষ দিকে প্রত্যাশিত কাজে সফল হবেন। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাওয়ার আশা। গৃহস্থালি কাজে অর্থ ব্যয়ের যোগ। আত্মীয়স্বজনের সাহায্য পাবেন।
এম