সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্র মতে বিভিন্ন গ্রহের চরিত্র থেকে জাতক বা জাতিকার চরিত্র বিচারের যে ধারাবাহিকতা শুরু হয়েছে তারই প্রেক্ষাপটে আজ আলোচনা করবো শুক্র গ্রহের সম্পর্কে। সৌর জগতের সূর্যের ২য় নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি। রাশিচক্র ভ্রমণে শুক্রর সময় লাগে ২২৫ দিন প্রায়।
শুক্র প্রেম ভালোবাসা, সামাজিকতা, অপরের প্রতি সম্মান নির্দেশ করে।
শুক্রর নিয়ন্ত্রণে প্রেম ভালোবাসা,শিল্প, সংস্কৃতি, সৌন্দর্য,জ্ঞান, অধিকার, জীবন সাথী, আকর্ষণ, সুস্বাদ,ভাবাবেগ, মিষ্টান্ন, রং, সুরেলা ধ্বনি, কবিতা, চিত্রশিল্প, অলঙ্কার, সঙ্গীত, নাটক, যন্ত্র সঙ্গীত। শুক্রের কার্য প্রণালী শান্ত এবং সামঞ্জস্যপূর্ণ। শুক্র নিয়ন্ত্রণ করে সব আবেগতাড়িত সম্পর্ক, কোমলতা, নৈতিক চরিত্র, দাম্পত্যজীবন আর ঐক্য। সামাজিকতা, স্বভাব, বিলাসিতা, আনন্দ এবং উপলব্ধি। শুক্র নির্মল প্রেমের কারক। জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র সব সৃজনশীলতা ও সৌন্দর্যকে নির্দেশ করে। ফলে মানব জীবনে এর গুরুত্ব সর্বাধিক।
শুক্র অশুভ হলে মানুষের জীবনে হরমন জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যার ফলে সন্তান লাভে বাধা, গৃহ শান্তির অভাব, অনৈতিক সম্পর্ক, প্রেমে প্রতারণাসহ নানা অশুভ ঘটনা ঘটতে থাকে। তারুণ্য ও যৌবনের কারক শুক্র। অল্প বয়সে বার্ধক্যের ছাপ শুক্রর অশুভত্ব থেকেই বিচার করা হয়। একজন অভিজ্ঞ জ্যোতিষী শুক্রর অশুভত্ব দেখেই বুঝতে পারেন জাতক বা জাতিকার সংসার প্রেম ও সন্তান বিষয়ের দুর্বলতা। শুক্র গ্রহ অশুভ হলে প্রতিকারে সামর্থ্য অনুসারে হীরা, সাদা জারকন, শ্বেত পোখরাজ ও আমার গবেষণামতে মজোনাইট খুব ভালো ফল দাতা। দাম্পত্য জীবনকে সুখময় করতে এর কোনো বিকল্প নেই। যারা শিল্প কলার জগতে বিচরণ করছেন তাদের জন্য এই প্রতিকার দারুণ ফল দেয়।
এ সপ্তাহে (৩ নভেম্বর ২০২৩ থেকে ৯ নভেম্বর ২০২৩) শুক্র শুরুতেই কন্যা রাশিতে গমন, বুধের সপ্তাহের মধ্যভাগ ৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে গমন, রবির তুলা রাশিতে গমন, মঙ্গলের তুলা রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির রাহুর সঙ্গে মেষে, কেতুর তুলায়, শনির ৪ নভেম্বর কুম্ভ রাশিতে বক্র ত্যাগ, ইউরেনাসের মেষে ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর মিথুন কর্কট, সিংহ ও কন্যা রাশিতে গোচরে কী ঘটাতে পারে তার পূর্বাভাস জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহের শুরুতেই সকল প্রকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি। ছোট ভাই বোন ও প্রতিবেশীদের পূর্ণ সমর্থন লাভ। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় সফলতা। মধ্যভাগে প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। পারিবারিক জীবনে আত্মীয়স্বজনের সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সময়। শেষার্ধে প্রেম ভালোবাসায় সফলতা। মেধাভিত্তিক প্রতিযোগীতায় ভালো করবেন। শেষ দিকে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। অনৈতিক সব কাজ কর্ম এড়িয়ে চলতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): আর্থিক সাফল্য দিয়েই সপ্তাহের শুরু। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। সঞ্চয়ে উন্নতি হবে। মধ্যভাগে বিদেশ থেকে আসবে কাঙ্ক্ষিত সংবাদ। ব্যবসায়ীক যোগাযোগে সফলতার সময়। মধ্যস্ততার ব্যবসায় লাভের সময়। শেষার্ধে আত্মীয়স্বজনের সাহায্য লাভ। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সফল হবেন। শেষ দিকে সৃজনশীল কাজের সুযোগ আসবে। বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতি। শিল্পীদের নতুন কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): পারিবারিক ও সামাজিক জীবনে শুরুতেই আসবে সাফল্য। ব্যবসায়ীক কাজে উন্নতির সময়। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। মধ্যভাগে আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া বিল আদায়ে সফল হবেন। সঞ্চয়ে উন্নতির আশা। শেষার্ধে বৈদেশিক যোগাযোগে উন্নতি। গণমাধ্যমে কাজের যোগ প্রবল। পাড়াপ্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শেষ দিকে প্রত্যাশা পূরণ হবে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। গৃহস্থালি জীবনে আত্মীয়দের সাহায্য পাবেন। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): বিদেশ যাত্রার সুযোগ দিয়েই সপ্তাহের শুরু। পরিবহন ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন। মধ্যভাগে কর্মক্ষেত্রে সফলতার সময়। ব্যবসায়ীক সাফল্য পেতে পরিশ্রম বৃদ্ধি করতে হবে। শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকতে হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। শেষার্ধে আয় রোজগারে কিছু বাধা আসবে। সঞ্চয় ভেঙে খেতে হবে। শেষ দিকে সব কাজেই সফলতার আশা। যোগাযোগ ও মধ্যস্থতার কাজে অগ্রগতি। নিজের জন্য একটি মোবাইল ফোন ক্রয় করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সপ্তাহের শুরুতেই আয় রোজগার নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। বড় ভাই বোন ও শুভাকাঙ্ক্ষী কারো সাহায্য পাবেন।। মধ্যভাগে বিদেশ সংক্রান্ত কাজে ভালো সংবাদ আশা করতে পারেন। কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হবে। বাণিজ্যে ব্যয় বৃদ্ধি। শেষার্ধে আপনার চলমান আর্থিক ও মানসিক সংকটের অবসান। ওয়াদা রক্ষা করতে চেষ্টা করুন। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি। ব্যবসায়ীক উন্নতির সময়। সঞ্চয়ের চেষ্টা সফল হবে।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): চাকরি সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির আশা। ব্যবসায়ীক কাজে পিতার সাহায্য লাভ। প্রশাসনিক কাজে সফল হবেন। মধ্যভাগে আয় রোজগার বৃদ্ধি। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ে তাগাদা দিতে হবে। সাংসারিক কাজে বন্ধুর সাহায্য পাবেন। শেষার্ধে দূরে যাত্রার যোগ। জীবিকার জন্য বিদেশ যাত্রা। আইনগত জটিলতা থেকে উত্তোরণ। শেষ দিকে নতুন পদপদবি লাভ। হারানো সম্মান ফিরে পাবেন। চলমান সব সংকট কেটে যাবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। বেকারত্বের অভিশাপ থেকে মধ্যভাগে মুক্তি মিলবে। প্রভাব প্রতিপত্তি ও হারানো সম্মান ফিরে পাবেন। পিতার সঙ্গে কোনো কাজের জন্য দূরে যাত্রার যোগ। শেষার্ধে আয় রোজগারে চলমান জটিলতা দূর হয়ে যাবে। বন্ধুর সাহায্য পাবেন। শেষ দিকে ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা যোগ। সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি। বৈদেশিক কাজে ভালো রোজগার হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): ঝুঁকিপূর্ণ কোনো কাজের মধ্য দিয়েই সপ্তাহের শুরু হবে। রাস্তাঘাটে খুব সতর্কতার সঙ্গে চলুন। পুরোনো ঝামেলা থেকে সাবধান। মধ্যভাগে বিদেশে ভাগ্য উন্নতির যোগ। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। উচ্চ শিক্ষায় সাফল্য লাভের সময়। শেষার্ধে কর্মক্ষেত্রে উন্নতির আশা। পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বেকারদের চাকরি সংক্রান্ত আলোচনায় উন্নতি। শেষ দিকে বন্ধু ও বড় ভাই বোনের সাহায্য লাভ। চাকরিজীবীদের বাড়তি আয়ের চেষ্টা সফল হবে।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): দাম্পত্য সুখ শান্তির মধ্য দিয়েই সপ্তাহের শুরু। অবিবাহিতদের হঠাৎ করেই বিয়ের যোগ। ব্যবসায়ীক জটিলতাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। মধ্যভাগে আর্থিক সংকটের অবসান হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু রোজগারের আশা। শেষার্ধে বিদেশে ভাগ্য উন্নতির সময়। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রায় সফল হবেন। শেষ দিকে কর্মক্ষেত্রে উন্নতি। নতুন কর্ম লাভের সুযোগ আসবে। সামাজিক সাংগঠনিক ক্ষেত্রে নতুন পদ পদবি লাভ।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শরীর স্বাস্থ্যর প্রতি সতর্ক থাকতে হবে। অনৈতিক কাজের প্রস্তাবকে সুকৌশলে এড়াতে চেষ্টা করুন। মধ্যভাগে দাম্পত্য জটিলতার অবসান আশা করা যায়। ব্যবসায়ীক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবেন। জীবন সাথীর পূর্ণ সাহায্য লাভ। শেষার্ধে আর্থিক টানাপোড়েন দেখা দেবে। ব্যাংক ঋণ ও ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লোকসান হতে পারে। শেষ দিকে ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষা বা জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): সন্তানের পড়াশোনার চাপ বৃদ্ধি দিয়েই সপ্তাহের শুরু। প্রেম ভালোবাসা নিয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। সৃজনশীল পেশাজীবীদের রোজগারে বাধা আসবে। মধ্যভাগে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের আশা। কাজের লোক ও কর্মচারীদের সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজে সপ্তাহের শেষার্ধে উন্নতি। দাম্পত্য জটিলতা কেটে যাবে। শেষ দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগারের আশা। সাংসারিক ক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই পারিবারিক জীবনে উন্নতি। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সফলতার আশা। আত্মীয়দের পূর্ণ সাহায্য পাবেন। মধ্যভাগে সৃজনশীল পেশাজীবীদের রোজগার বৃদ্ধি। সন্তানের উচ্চ শিক্ষায় উন্নতির সম্ভাবনা। মেধা ও বুদ্ধি দিয়ে পুরোনো সমস্যার সমাধান করতে পারবেন। শেষার্ধে সহকর্মীদের সঙ্গে বিরোধ দেখা দেবে। কাজের লোকের দ্বারা ক্ষতির সম্মুখীন হবেন। পারিবারিক ঝামেলা দেখা দেবে। শেষ দিকে দাম্পত্য শান্তি ফিরে পাবেন। অংশীদারি ব্যবসা বাণিজ্যে লাভের সময়।
এম