সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্র মতে বিভিন্ন গ্রহের চরিত্র থেকেই জাতক বা জাতিকার চরিত্র বিচার করা হয়। ফলে সবার আগে গ্রহের চরিত্র সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। আজ আমি আপনাদের সামনে রবি সম্পর্কে বলবো। রবি মূলত একটি নক্ষত্র। সৌর জগতের কেন্দ্রে অবস্থিত এই নক্ষত্রকে কেন্দ্র করেই সব গ্রহগুলো ঘুরছে। এটি শক্তির আধার। ফলে রবির জাতক নির্ভীক,দৃঢ়-আত্মপ্রত্যয়ী,দৃঢ়দেহী, গম্ভীর প্রকৃতির, শুষ্ক ত্বক,স্বল্পকেশ,পর্যটনপ্রিয়, নেতৃত্ব ও কর্তৃত্বকামী। স্বল্পাহারী,নিষ্ঠুর,সুখী, গর্বিত, চক্ষুরোগী,খ্যাতিমান, স্বাধীন-প্রকৃতি ও জ্ঞানার্জনে উৎসাহী। তিনি বীর্যবান, চক্ষুরোগী ও বেশি বয়সে হৃদরোগী।
রবি আত্মার নির্দেশক। ইচ্ছাশক্তি, আত্মসম্মানবোধ, উচ্চাভিলাষ, অহংবোধ, গর্ব, আত্মঅভিমানী, আত্মপ্রত্যয়ী। রবির জাতক চর্বিযুক্ত উত্তেজক খাদ্য বেশি পছন্দ করেন। অনেক রবির জাতকের মধ্যে মদপানের বদভ্যাস দেখা দেয়।
বিবাহিত জীবনে রবির জাতক বা জাতিকা অধিকাংশ ক্ষেত্রেই ততোটা সুখী হন না। কর্তৃত্বকামীতা ও বলপ্রয়োগ বা আপোষহীনতার কারণে সংসার জীবনে বেশিরভাগ জাতক-জাতিকাকে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে হয়।
কর্মজীবনে রবির জাতক জাতিকা সফল হন। উচ্চ পদস্থ কর্মকর্তা বা রাজনীতিক বা সমাজের সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। অধিকাংশ রবির জাতিকা জীবনে বহু প্রতিকূলতা জয় করে জীবনে সফল হন।
চলতি সপ্তাহে জন্মগ্রহণকারী (২৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৫ অক্টোবর ২০২৩) প্রতিটি ব্যক্তিই পাশ্চাত্য রাশি চক্র অনুসারে তুলা রাশির জাতক বা জাতিকা। তুলা চলমান বায়ু রাশি। অধিপতি শুক্র, ন্যায়কারক গ্রহ শনির তুঙ্গী স্থান ও রবির নীচস্থান। এ রাশিতে জন্ম হলে আপনি সামাজিক। আপোষ মীমাংসা ও মধ্যস্থতায় দক্ষ ও জনপ্রিয়। আপনার হৃদয়ে প্রেম, প্রীতি ও ভালোবাসার সঙ্গে আছে সুক্ষ্ম অনুভূতি ও বিচার শক্তি। কুটনীতিক বুদ্ধি কৌশল ও আইনপ্রয়োগে আপনি শ্রেষ্ঠ। আপনি মধ্যমাকৃতির ও সুদেহী। চালচলনে বাহুল্যবর্জিত এবং সুচারু পোশাক ব্যবহারে ও স্বল্প সৌখিনতায় অভ্যস্ত। বায়ু রাশির হওয়াতে আপনি ভ্রমণপ্রিয়। একঘেয়েমী কাজ করতে পছন্দ করেন না। তাই মাঝে মধ্যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করেন। দাঁতের রোগে ও পেটের পীড়ায় কষ্ট পেতে পারেন। সৃজনশীল মেধা ও শিল্পকলার প্রতি অনুরাগের কারণে পাশাপাশি দরিদ্র অসহায় বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করেন বলে জগতের অনেক রাজনীতিকের জন্ম এ রাশিতে। হীরা বা তার যেকোনো উপরত্ন আপনার জন্য উত্তম।
এ সপ্তাহে শুক্রের কর্কট থেকে ২ অক্টোবর সিংহে প্রবেশ,বুধের সিংহ রাশি থেকে ১ অক্টোবর কন্যায় নিজ রাশিতে প্রবেশ ও তুঙ্গী হওয়া, রবির কন্যা রাশিতে অবস্থান, মঙ্গলের ৩ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ , বক্র বৃহস্পতির রাহুর সঙ্গে মেষে, কেতুর তুলায়, শনির বক্র হয়ে কুম্ভে, ইউরেনাসের মেষে ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচরের সঙ্গে চন্দ্রের মীন মেষ বৃষ ও মিথুন রাশিতে অবস্থানে কি ঘটতে চলুন তার পূর্বাভাষ জানার চেষ্টা করি।
এ সপ্তাহে তিনটি গ্রহের গৃহ পরিবর্তনের ফলে অনেক কিছুরই শুভ সূচনা হতে চলেছে জীবনে।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): বন্ধ দিয়ে শুরু হওয়াতে সপ্তাহের শুরুটা ভ্রমণের। অনেকেই পরিবার পরিজন নিয়ে দূরে যেতে পারেন। ট্রাভেল এজেন্সি ব্যবসায় লাভের সময়। মধ্যভাগে কাজের চাপ বৃদ্ধি। এ সময়ে ব্যবসা ও চাকরিতে শত বাধা বিপত্তি পেরিয়ে সফলতা। শেষার্ধে বকেয়া অর্থ আদায় হওয়াতে সঞ্চয়ে উন্নতি। ব্যবসা বাণিজ্যে রোজগার বৃদ্ধি। প্রবাসী আত্মীয় কুটম্বর সাহায্য পাবেন। খাদ্য ও রেস্তোরা ব্যবসায় লাভের আশা। শেষ দিকে যোগাযোগে সফল হবেন। ই-কমার্স ব্যবসায় উন্নতির আশা।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): সপ্তাহের শুরুতেই বন্ধুর বিয়ের আয়োজনে ব্যস্ততা। ব্যবসায়ীক কাজে ভালো রোজগার হবে। বড় ভাই বোনের কাছ থেকে সাহায্য পাবেন। মধ্যভাগে উচ্চ শিক্ষা বা জীবিকার সন্ধানে বিদেশ যাত্রা। ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণ। ভাগ্য উন্নতির যোগ। শেষার্ধে বেকারদের কর্মলাভের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নতির সময়। প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবনে সুখ শান্তি। শেষ দিকে রোজগার বৃদ্ধি। বকেয়া অর্থ আদায় ও সঞ্চয়ে উন্নতির যোগ।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): শুরুতেই পিতার সঙ্গে বেড়াতে যেতে পারেন। চাকরিজীবীদের ট্রেনিং এর জন্য ভ্রমণের যোগ। বেকারত্ব ঘুচাতে নিজের একটি ক্ষুদ্র ব্যবসা আরম্ভর সময়। মধ্যভাগে আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসী বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য পাবেন। চাকরিজীবীদের বাড়তি আয় রোজগার হবে। ঠিকাদারি কাজে হবে উন্নতি। শেষার্ধে ব্যয় বৃদ্ধি। বৈদেশিক বাণিজ্যে উন্নতি ও বিদেশ ভ্রমণ। শেষ দিকে ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রত্যাশা পূরণের সময়। সকল জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): এ সপ্তাহে সময়ের মূল্য দিতে পারলে শুরু থেকেই সাফল্য আসবে। বিদেশ যাত্রার যোগ প্রবল। বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। মধ্যভাগে আপনার কর্মক্ষেত্রে প্রবল প্রতিযোগিতা। নিজের যোগ্যতা নিজেকেই প্রমাণ করতে হবে। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। বেকারদের কর্ম লাভে প্রশাসনিক ব্যক্তির সাহায্য প্রাপ্তি। শেষার্ধে চাকরিজীবীদের বকেয়া বিল টাকা আদায় হবে। বন্ধুর সাহায্য পাবেন। শেষ দিকে বৈদেশিক ও আইনগত কাজে উন্নতি। বিদেশ থেকে অর্থ লাভ।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সপ্তাহের শুরুতেই পাওনাদারের সঙ্গে লেনদেনের জটিলতা কমাতে হবে। ঝুঁকিপূর্ণ দূরের যাত্রা করা ঠিক হবে না। ব্যবসায়ীক কাজের জন্য মধ্যভাগে বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন। ধর্মীয় কাজে বিদেশ ভ্রমণ হবে। শেষার্ধে কর্মক্ষেত্রে সফল হবেন। বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাবেন। শেষ দিকে আয়ের পথে চলমান বাধা দূর হয়ে যাবে। ব্যবসায় বড় ভাই বোন ও বন্ধুর সাহায্য লাভ।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): শুরুতেই জীবন সাথীকে নিয়ে বন্ধে কোথাও ঘুরতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি। মধ্যভাগে ব্যাংক ঋণ লাভের চেষ্টা সফল হবে। বন্ধকি সম্পত্তি উদ্ধারের চেষ্টায় অগ্রগতি। শেষার্ধে ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা। জীবিকার জন্য বিদেশ যাবেন। ভাগ্য উন্নতির নতুন সুযোগ আসবে। শেষ দিকে কর্মক্ষেত্রে উন্নতির সময়। চাকরিজীবীদের নতুন পদ পদবি লাভের সময়। সাংগঠনিক কাজে সফল হবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই জীবনে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে চলেছে। কাজের লোক বা কর্মচারীদের সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীক কাজে মধ্যভাগে উন্নতি। জীবন সাথীর বিদেশ জীবনে সাফল্য আসবে। তবে দাম্পত্য জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। শেষার্ধে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফলতার আশা। এ সময়ে ব্যাংক সংক্রান্ত কাজে অগ্রগতি। শেয়ার ব্যবসায় সফল হবেন। শেষ দিকে আপনার জীবনে বিদেশ যাত্রার যোগ। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): শুরুতেই বন্ধ থাকায় সন্তান নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে চলমান সকল বাধা পেড়িয়ে সফল হতে পারবেন। মধ্যভাগে কর্মজীবনে বড় কোন পারিবর্তনের যোগ। এ সময়ে প্রভাবশালী ব্যক্তিরসাথে দূরত্ব সৃষ্টি হবে। পিতার পরামর্শে উপকৃত হবেন। শেষার্ধে দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। ব্যবসা বাণিজ্যে লাভের মুখ দেখবেন। শেষ দিকে পুরোন লেনদেনে জটিলতা কেটে যাবে। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অগ্রগতি।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতেই গৃহ পরিবর্তনের যোগ প্রবল। অনেকে আবার গ্রামের বাড়িতে যেতে পারেন। আত্মীয় স্বজনের সাহায্য লাভের সময়। মধ্যভাগে প্রেম ভালোবাসায় সফল হবেন। প্রতিযোগীতামূলক কোনো কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ক্রীড়াবিদরা সফল হবেন। সন্তানের উচ্চ শিক্ষায় অগ্রগতি। শেষার্ধে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। আটকে থাকা কোনো কাজ শেষ করার সুযোগ আসবে। শেষ দিকে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় সফল হবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): শুরুতেই ছোট ভাই বোনের বিবাহশাদীর যোগ। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। গণমাধ্যমে কাজে সফল হতে পারেন। মধ্যভাগে পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দেবে। আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক থাকুন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে ঝামেলা দেখা দেবে। শেষার্ধে শিল্পীদের কাজে অগ্রগতি। বিদ্যার্থীরা সফল হতে পারবেন। প্রেম সাফল্য। শেষ দিকে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে পারলে সফলতা আসবেই। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): সপ্তাহের শুরু হবে সম্পর্কের উন্নতি দিয়ে। গৃহস্থালি জীবনে আসবে প্রশান্তি। বহু সামাজিক নিমন্ত্রণে অংশ নিতে হবে। সঞ্চয়ে উন্নতির আশা। মধ্যভাগে বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় উন্নতি ও নতুন অর্ডার লাভ। প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য লাভ। শেষার্ধে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। এ সময়ে ভূমি স্থাবর সম্পত্তি লাভের ক্ষেত্রে অগ্রগতি। আত্মীয়দের সাহায্য লাভ। শেষ দিকে প্রতিভা বিকাশের সুযোগ আসবে। সন্তানের বিয়ের আলোচনা সফল হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে উন্নতির সময়। এ সময়ে হারানো পদ পদবি ফিরে পাবেন। মধ্যভাগে বিদেশ থেকে ব্যবসায়ীক অর্থ লাভ। নিজের যোগ্যতায় সফলতা। প্রবাসী আত্মীয় কুটম্ব চলে আসবে। শেষার্ধে বৈদেশিক বাণিজ্যে আসবে সাফল্য। ই-কমার্স ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের সাহায্য লাভ। শেষ দিকে জীবনের কোনো লালিত স্বপ্ন পূরণ হবে। গৃহস্থালি জীবনে আত্মীয়দের সাহায্য পাবেন।
এম