দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক কুরুলুস উসমানের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান বুরাক অ্যাজিভিট। এ ছাড়া সুলতান সুলেমানেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
লাল-সবুজের দেশে নিজের জনপ্রিয়তার কথা ভালো করেই জানেন বুরাক। সেই ভালোবাসার টানে এ দেশে ছুটে এসেছেন তিনি। ২৪ মে তাকে বহনকারী বিমানটি ঢাকার মাটি স্পর্শ করে। এর আগের দিন সামাজিক মাধ্যমে রওয়ানা হওয়ার তথ্য নিশ্চিত করেন এ অভিনেতা।
জানা গেছে, এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন তিনি। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন তিনি।
বুরাকের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। তিনি পড়াশোনা করেছেন মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।
এস