সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউড বাদশাহ শাহরুখ খান হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভারতের আহমেদাবাদের একটি হাসপাতাতে ভর্তি হন তিনি। তবে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে ২০ মে আহমেদাবাদে পৌঁছান শাহরুখ। ২২ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার নাইট রাইডার্সের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন।
কেকেআরের জয়ের পর গ্যালারি ছেড়ে মাঠে নেমে এসেছিলেন শাহরুখ। ম্যাচ শেষে রাতে কেকেআর দলের সঙ্গে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে ফেরেন তিনি। তবে তাপপ্রবাহের মধ্যে পরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই তারকা। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে পরিস্থিতি গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে হোটেলে ফেরেন তিনি। শাহরুখ খানের শারীরিক অবস্থা এখন ভালো।
২১ মে কেকেআর ও সানরাইজের ম্যাচে স্টেডিয়ামে শাহরুখের সঙ্গেই উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। আরও ছিলেন অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুরও। ২২ মে ছিল সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাজ দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।
শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে যান তার স্ত্রী গৌরৗ খান। সংবাদ সংস্থা এএনআই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে দাঁড়ানো একটি বিএমডব্লিও গাড়ি থেকে নেমেই দ্রুতগতিতে হেঁটে হাসপাতালে ঢুকেন গৌরী। এদিন, হাসপাতালে শাহরুখকে দেখতে হাজির হন অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। কলকাতা নাইট রাইডার্সে এই অভিনেত্রীর স্বামীরও অংশিদারিত্ব রয়েছে।
এদিকে, অসুস্থ শরীরেও এক ভক্তকে জড়িয়ে ধরেন শাহরুখ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শারীরিকভাবে প্রতিবন্ধী একজন হুইলচেয়ারে বসে আছেন শাহরুখের সঙ্গে দেখা করার জন্য। তার সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরেন বলিউড কিং।
গত বছরে পাঠান, জাওয়ান ও ডানকির মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সামনে তাকে কিং নামে একটি সিনেমায় দেখা যাবে। তবে সব ছাপিয়ে আপাতত আইপিএলে নিজের দল কেকেআরের ওপর নজর রাখছেন তিনি।
এস