সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনন্যা পাণ্ডে আর আদিত্য রায় কাপুর যে প্রেম করছেন, এ খবর নতুন নয়। তারা দুজনে এই প্রেম স্বীকার না করলেও, গুঞ্জন কিন্তু সর্বত্র। ঠিক এরই মাঝে পাণ্ডে পরিবারে খুশির খবর। অনন্যার বাড়িতে আসছে নতুন সন্তান! আর এই নতুন সদস্য আসার খবরে ইতোমধ্যেই হইচই পড়ে গেছে চাঙ্কির ফ্যামিলিতে।
ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আসলে মা হতে চলেছেন অনন্যার তুতো বোন অলন্যা পাণ্ডে। সামাজিক মাধ্যমে সেই খবর শেয়ার করতেই, খুশিতে ডগমগ হবু খালা অনন্যা।
বোনের পোস্টে অনন্যা লিখলেন, আমি অধীর আগ্রহে বসে আছি ছোট্ট বেবিকে কোলে নেওয়ার জন্য। দারুণ মজা, আমি খালামনি হতে চলেছি।’
এদিকে অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে।
শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে বিয়ের খবর রটলেও তারা কিন্তু চুপ!
আর