সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টলিউড থেকে বলিউড— একে একে সব জায়গাতেই ঢুকে পড়েছে দুর্নীতি। একাধিক তারকার নাম উঠে আসছে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তালিকায়। ইতোমধ্যেই সমন পৌঁছে গেছে রণবীর কাপুরের বাড়িতে। আর এবার খবর ইডির নজরে শ্রদ্ধা কাপুর।
এমনিতে শ্রদ্ধা বেশ শান্ত ও মিষ্টি মেয়ে বলেই পরিচিত। ইডির নজরে তার নাম থাকাটা বেশ অস্বাভাবিকই লাগছে ভক্তদের কাছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) তার হাজিরা দেওয়ার কথা।
শ্রদ্ধা ছাড়াও গতকাল বৃহস্পতিবার কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বলা হচ্ছে এরা প্রত্যেকেই মহাদেব বেটিং অ্যাপ চক্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন।
মহাদেব অনলাইন বেটিং চক্রে নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার। এই বছরই আরব আমিরশাহিতে গাঁটছড়া বেঁধেছেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। আর সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় তারকা। সশরীরে উপস্থিতও ছিলেন কেউ কেউ। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি মহাদেব অ্যাপের সাকসেস পার্টিও রাখা হয়েছিল।
গত সেপ্টেম্বর মাসেই মহাদেব বেটিং চক্র পুলিশের নজরে আসে। কলকাতাসহ তিনটি শহরে তল্লাশি চালিয়ে ইডি ৪১৭ কোটি টাকা উদ্ধার করে। এই বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুবাইতে বসে গোটা বিষয়টি তদারকি করত। যারা এই অ্যাপে রেজিস্টার করতেন তাদের টাকা পৌঁছে দিত একটি বেনামি অ্যাকাউন্টে। সেখান থেকেই উঠে আসে এই বলি সেলেবদের নাম। এখনও পর্যন্ত প্রায় ১৭ জন তারকার নাম উঠে এসেছে ইডির খাতায়।
আরএসও