দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অস্ট্রেলিয়া-পাকিস্তানের ম্যাচের মাঠে সবুজ ঘাসের ওপর কোনও বিজ্ঞাপন চিত্র নেই কিন্তু টিভিস্ক্রিণে দেখানো হচ্ছে বিজ্ঞাপন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এমন বিজ্ঞাপন চালাচ্ছে পাকিস্তানের টিভি চ্যানেল।
অবশেষে বিষয়টি নজরে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কেন না দেশটির ক্রিকেট বোর্ড সব ধরণের জুয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখেনি। যা নজরে আসা মাত্র সাময়িকভাবে অস্ট্রেলিয়া–পাকিস্তান মেলবোর্ন টেস্টের খেলা সম্প্রচার বন্ধ করে পাকিস্তানের শীর্ষস্থানীয় চ্যানেল পিটিভি।
এ নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, জুয়ার বিজ্ঞাপনের কারণে সম্প্রচার বন্ধের জের ধরে পাকিস্তানে জুয়ার ভার্চুয়াল বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া–পাকিস্তান সিরিজের বাকি সময়ে দেশটিতে বিজ্ঞাপন মুক্ত ফিড সরবরাহ করা হবে। ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের আইন মেনে দেশটিতে বিজ্ঞাপন বিহীন ফিড সরবরাহ করা হবে।
পাকিস্তানের আইনে জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ। তবে কৌশলের মারপ্যাঁচে বিভিন্ন উপায়ে বিজ্ঞাপন কার্যক্রম চালিয়ে আসছিল কোম্পানিগুলো। মেলবোর্ন টেস্ট নয় শুধু, পার্থ টেস্টেও দেখা যায় উইকেটকিপার ও স্লিপ অঞ্চলে জুয়া কোম্পানির বিজ্ঞাপন। অথচ বাস্তবে মাঠের ওই সব জায়গায় এ ধরনের বিজ্ঞাপনের উপস্থিতি নেই।
মঙ্গলবার অস্ট্রেলিয়া–পাকিস্তান মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার পর এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। সেখানে ‘পাকিস্তানে বিভিন্ন খেলাধুলার সম্প্রচারের মাধ্যমে বেটিংয়ের যে প্রচারণা চলছে’, তা নিষিদ্ধ বলে জানানো হয়।
এরপরই নড়েচড়ে বসে পিটিভি। তারা জুয়ার ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণের কথা জানিয়ে একটি বিবৃতি দেয়। অস্ট্রেলিয়া–পাকিস্তান বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলার সম্প্রচারও বন্ধ করে রাষ্ট্রায়ত্ত চ্যানেলটি।
এমআর/