সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) প্রফেশনাল ক্রিকেটার আনার অভিযোগ তুললেন চিত্রনায়িকা প্রিয়মনি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিসিএলে সংঘর্ষে জড়িয়েছিলেন তারকারা। ওইদিন নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত ১১টার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
অপ্রত্যাশিত এই সংঘর্ষে ৬ তারকা আহত হন। আহতরা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
এদিকে শনিবার বিকেলে (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাস দেন চিত্রনায়িকা প্রিয়মনি। তিনি লিখেছেন, এটা Celebrity cricket League-এর খেলা মানে সেলিব্রিটিদের নিয়ে একটি মিলন মেলা। যেখানে খেলবে সিনেমা নাটকের আর্টিস্টরা সাথে মডেলরাও। হোক তারা নতুন বা পুরোনো,কিন্তু তাদের অবশ্যই এই ইন্ডাস্ট্রির হতে হবে। আমরা কেউই এখানে প্রফেশনাল খেলোয়াড় না।ক্রিকেটের তেমন অভ্যাসও নেই। এখানে একসাথে মজার ছলে খেলব। আমি জিততে না পারলে আমার কোনো কলিগ টিম জিতবে সেটাতেও আমি মহা খুশি। সে জিতবে মানেই ওটা আমার জিতা হলো। কথা হলো আপনি খেলতে পারলে খেলবেন না পারলে খেলবেন না।আপনি খেলতে পারেন না অথচ আপনার স্বপ্ন ফাইনালে যাবেন,Win হবেন।আর Win হওয়ার জন্য আপনি বাইরে থেকে hire করে প্রফেশনাল খেলোয়াড় নিয়ে আসবেন এটা কেমন কাজ।আপনি মিডিয়া ব্যক্তিত্ব,আপনি যদি এত পলিটিক্স করেন তবে রাজনীতিবিদরা কি করবে??এখানের মানুষগুলো অভিনয় বুঝে খেলা বুঝে না।আমরা Bat-ball ধরতে শিখিনি এখনো। সেখানে প্রফেশনাল ক্রিকেটার নিয়ে আসছেন,আরে ভাই এরা তো এক বলে আমাদের নাক মুখ উড়াইয়া দিবে।
প্রিয়মনি আরও লিখেছেন,যাইহোক ছোটখাটো ভুল পাব্লিকলি বাজেভাবে প্রভাব পড়লো।নিজেরা নিজেদের ছোট করলাম। আর এইযে আপনারা যারা বাইরের হয়ে খেলতে আসছেন,আপনাদের সাথে কোনো টিম খেলবে না বলে টানা ৩-৪ ঘণ্টা খেলা স্থগিত রাখল। তারপরও আপনারা যেকোনো উপায়ে খেলবেনই পণ করেছেন হায় রে! খেলতে গিয়ে ইনজুরি হয়েছে দোয়া করবেন।
এম