সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বন্ধ হয়ে যায় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। গত ২৮ সেপ্টেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই আয়োজন শুরু হয়েছিল।
পরদিন ক্রিকেট মাঠে তারকাদের মারামারি যেন পুরো আয়োজনকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। যার ফলে বন্ধ হয়ে যায় পুরো আয়োজন। ঘটনা গড়ায় মামলা অবধি। ৩০ সেপ্টেম্বর আয়োজকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, সাময়িকভাবে বন্ধ করা হলেও খুব দ্রুত সময়ে মাঠে গড়াবে সিসিএল ২০২৩।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেষ হচ্ছে সিসিএল। আগের মতোই মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা নামবেন মাঠে। প্রতি দলে নারী-পুরুষ মিলিয় অংশ নেবেন ১৮ জন তারকা।
আট দলের নেতৃত্বে আছেন আটজন পরিচালক। তারা হলেন, গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় সিসিএল। তবে আট দলের অধিনায়কদের সঙ্গে আলোচনা করে আগামীকাল সকালে শুরু হবে এই খেলা। সব দলের ক্যাপ্টেন এবং আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) এই সিদ্ধান্তে নিয়েছে যে ম্যাচ থেকে মারামারি শুরু এবং পুরো টুর্নামেন্ট বন্ধ হয়েছে, সেখান থেকেই নতুন করে শুরু হবে আয়োজন।
এও জানানো হয় যদি কোনো দল অংশ না নেয় তাহলে গ্রুপের অন্য দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এবং ওই দিন রাতেই অনুষ্ঠিত হবে আয়োজনের ফাইনাল খেলা।
এছাড়া খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এম