সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সংঘর্ষে জড়িয়ে স্থগিত রাখা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। তবে সব দ্বন্দ্ব মিটিয়ে ফের শুরু হচ্ছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টে দীপংকর দীপনের দলের খেলোয়াড় ছিলেন রাজ রিপা। মূলত তার দলের খেলোয়াড়দের ওপর মোস্তফা কামাল রাজের খেলোয়াড়রা হামলা চালান। এ সময় অভিনেতা শরিফুল রাজ সব থেকে বেশি আগ্রাসী ছিলেন বলে জানান এ চিত্রনায়িকা।
মঙ্গলবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন রাজ রিপা। যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন অভিনেতা শরীফুল রাজের মারকুটে ভূমিকার দিকে! ভিডিওতে দেখা যায়, আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে তেড়ে যাচ্ছেন কালো ক্যাপ পরা এক ব্যক্তি। কয়েকজন মিলে তাকে থামানোর চেষ্টা করছেন। অবশেষে তিনি থেমেছেন, তবে সেটা অনেক চেষ্টার পর!
শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে রিপা লিখেছেন, ‘জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিল না।’
এদিকে ফের শুরু হতে যাওয়া সিসিএল বয়কটের কথাও জানান রাজ রিপা। ফেসবুকে লিখেছেন, ‘ব্যক্তি আমি রাজ রিপা। সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এ জীবনে সিসিএলে আমি আর খেলছি না। যেখানে সিন্ডিকেট আছে সেখানে আমি নাই। ব্যক্তিগতভাবে আমি নিজেই বয়কট করলাম।’
প্রসঙ্গত, ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।
এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে আবার উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়।
আরএসও