সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দ্বিতীয় দিনের (২৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয়েছিল দীপংকর দীপন ও মোস্তফা কামার রাজের দল। খেলার এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়ান।
এই ঘটনায় গণমাধ্যমের সামনে সব থেকে বেশি প্রতিবাদ করেন চিত্রনায়িকা রাজ রিপা। তিনি দীপংকর দীপনের দলের খেলোয়াড় ছিলেন।
রিপা সরাসরি মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজের বিরুদ্ধে অভিযোগ করেন। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম চরকিকেও ছেড়ে কথা বলেননি। তবে তার এমন প্রতিবাদ বাড়াবাড়ি বলছেন শোবিজের অনেকেই।
মূলত ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে প্রতিবাদ করায় সমালোচনার মুখে পড়েন রিপা। একজন নারীর কাছ থেকে এমন অশ্লীল ইঙ্গিত বহনকারী প্রতিবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
এটা নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন রিপা। তিনি লিখেছেন, ‘আমি নারী এটাই তাদের সমস্যা। কিন্তু প্রতিবাদী হয়ে সামনে এসেছি, এটাই বড় পাওয়া।’
এই পোস্টে অনুরাগীদের সমর্থন পাচ্ছেন রিপা। অনেকে তার এই প্রতিবাদের প্রশংসা করছেন। বিপরীতে আবার নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ। যদিও সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না এ নায়িকা।
এদিকে সিসিএলে মারামারির ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই সঙ্গে উভয় পক্ষ একে অন্যকে বুকে টেনে নিয়ে বিভেদ ভুলে মিলে গেছেন।
আরএসও